shono
Advertisement

শ্রাবন্তীর পরিবারের নতুন সদস্য! শুভেচ্ছা জানালেন শুভশ্রী

শ্রাবন্তীর ছবি দেখে হইচই টলিপাড়ায়।
Posted: 05:45 PM Nov 09, 2023Updated: 05:45 PM Nov 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটপাড়ায় সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন শ্রাবন্তী। বলা ভালো, সবচেয়ে বেশি ট্রোলের মুখে পড়েন শ্রাবন্তীই (Srabanti)। একটা ছবি দিলেই নেটিজেনরা প্রায় ঝাঁপিয়ে পড়েন। তবে শ্রাবন্তীর এসবকে পাত্তা দেন না। বরং নিজেই থাকেন, নিজের খেয়ালে। আর এখন তো খুবই ব্যস্ত অভিনেত্রী। কারণ, তাঁর বাড়িতে এসেছে নতুন সদস্য। তার পিছনেই এখন গোটা সময় দিচ্ছেন অভিনেত্রী।

Advertisement

শ্রাবন্তীর পরিবারে কে এই নতুন সদস্য?

সম্প্রতি শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, একটি কুকুরছানাকে কোলে নিয়ে বসে আছেন শ্রাবন্তী। শ্রাবন্তী জানিয়েছেন, একটি হাস্কিকে পোষ্য হিসেবে বাড়িতে এনেছেন শ্রাবন্তী। সে এখন শ্রাবন্তীর জীবনের অনেকটা জুড়ে রয়েছে। শ্রাবন্তীর এই মিষ্টি কুকুরছানার ছবি দেখে, আদর পাঠালেন শুভশ্রী।

[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]

উল্লেখ্য, জীবনে অনেক ঝড়-ঝাপটা পেরিয়েছেন শ্রাবন্তী। সামলেছেন ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ। কিন্তু নিজের এগিয়ে চলা থামাননি। আগামীতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির জন্য অভিনেত্রীকে কখনও ঘোড়ায় চড়তে দেখা গিয়েছে, কখনও আবার তলোয়ার হাতে শিখেছেন যুদ্ধকলা।

[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement