shono
Advertisement
TV Serial

এবার টেলিপর্দায় আর জি কর কাণ্ডের প্রতিবাদ, 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিকে গুড টাচ, ব্যাড টাচের শিক্ষা

বাস্তবের প্রতিচ্ছবিই উঠে আসে ধারাবাহিকের গল্পে। 
Published By: Akash MisraPosted: 03:04 PM Aug 26, 2024Updated: 03:04 PM Aug 26, 2024

সংবাদ প্রতিবাদ ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা, গোটা দেশ, গোটা দুনিয়া। আর এবার সেই প্রতিবাদের আগুন জ্বলে উঠবে টেলিপর্দাতেও। হ্যাঁ, আরি জি কর কাণ্ডকে সঙ্গে নিয়েই এবার প্রতিবাদের নতুন ভাষা শেখাবে সান বাংলার ধারাবাহিক দ্বিতীয় বসন্ত। শৈশব থেকে শেখানো হোক প্রতিবাদের ভাষা--বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে এক নতুন বার্তা উঠে এল সান বাংলার 'দ্বিতীয় বসন্ত'-তে।

Advertisement

ধারাবাহিকের গল্পে দেখা যাবে জাগৃতি-অনিরুদ্ধর বাচ্চা মেয়ে মিহি যে স্কুলে পড়ে, সেই স্কুলেরই পিটি টিচারের লালসার স্বীকার হয় ছোট মিহি। ছোট্ট মিহির গায়ে পিটি টিচারের 'অন্যরকম' স্পর্শ মিহিকে শিহরিত করে। কুঁকরে যায় ছোট্ট মিহি।  রাতে নানারকম দুঃস্বপ্ন দেখে। ছোট্ট মিহির আচরণ বদলে যায়, সব সময় একটা ভয়ে জড়োসড়ো হয়ে থাকে। জাগৃতি ব্যাপারটা লক্ষ্য করে, মিহির কাছে সব জানতে চায়।  জাগৃতি সব বুঝতে পেরে স্কুলের দ্বারস্থ হয়, ওই পিটি টিচারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জাগৃতি স্কুল কতৃপক্ষকে 'গুড টাচ, ব্যাড টাচ' নিয়ে আলাদা করে সেশন শুরু করার আর্জি জানায়। জাগৃতির কথায়, "শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা। ছেলে মেয়ে নির্বিশেষে ছোটবেলা থেকেই তাদের সজাগ করে দেওয়া উচিত। বাচ্চারা হোম ওয়ার্ক করল কিনা, খেল কিনা এইটুকু শুধু জানলে মা-বাবাদের হবে না, মা-বাবাকে বন্ধুর মত বাচ্চাদের সঙ্গে মিশতে হবে,যাতে তারা খোলাখুলি ভাবে তাদের সমস্যার কথা বলতে পারে। শুরুটা বাড়ি থেকেই করতে হবে।" জাগৃতির মত অনিরুদ্ধের গলায়ও একই সুর, "একটা বাচ্চা মেয়েকে যেমন গুড টাচ, ব্যাড টাচ শেখানো উচিত,একটা বাচ্চা ছেলেকেও মেয়েদের কীভাবে সম্মান করবে সেটা ছোট থেকে শেখানো উচিত। মা-বাবাকে বন্ধুর মত মিশতে হবে বাচ্চাদের সঙ্গে"।

[আরও পড়ুন: পুজোয় ব্যাঘাত নয়, মাটি দেবে সোনাগাছি, ভুয়ো খবর উড়িয়ে জানালেন যৌনকর্মীরা ]

বাস্তবের প্রতিচ্ছবিই উঠে আসে ধারাবাহিকের গল্পে।  বাস্তব সমস্যা সমাধানের গভীরে গিয়ে নোঙর ফেলেছে সান বাংলার 'দ্বিতীয় বসন্ত"।

[আরও পড়ুন: খাবার খাওয়ার পর কতক্ষণ হাঁটা উচিত? জেনে রাখুন গুরুত্বপূর্ণ তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবাদের ভাষা--বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে এক নতুন বার্তা উঠে এল সান বাংলার 'দ্বিতীয় বসন্ত'-তে।
  • আরি জি কর কাণ্ডকে সঙ্গে নিয়েই এবার প্রতিবাদের নতুন ভাষা শেখাবে সান বাংলার ধারাবাহিক দ্বিতীয় বসন্ত।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার