সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় কামব্যাকের পর ক্যামব্যাক। প্রথমে দিতিপ্রিয়া রায়। তারপর জীতু কমল। টেলিভিশনের মাধ্যমেই দুই তারকার জনপ্রিয়তার সূত্রপাত। আবার সেই শিকড়েই ফেরা। তাও আবার একই সিরিয়ালে। Zee বাংলার ‘তোমাকে ভালোবেসে’ ধারাবাহিকে দেখা যাবে দুজনকে। ইতিমধ্যেই দিতিপ্রিয়ার প্রোমো প্রকাশ্যে এসেছে। এবার জীতুর পালা। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই সিরিয়ালের জন্য বিপুল পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা। যার জেরে তিনিই এখন বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা।
কখনও সিনেপর্দার সত্যজিৎ। কখনও আবার দুঁদে গোয়েন্দা। কখনও আবার রোম্যান্টিক নায়কও। বড়পর্দায় জীতুকে নানা চরিত্রে দেখা গিয়েছে। নায়কের ব্যক্তিগত জীবন নিয়েও একসময় সোশাল মিডিয়ায় বিস্তর চর্চা হয়েছে। সেই সমস্ত কিছু সামলেই জীতু নিজের লক্ষ্যে অবিচল। তাই তো আবারও ছোটপর্দায় ফিরতে কোনও দ্বিধা নেই তারকার।
এদিকে টেলিপর্দার ‘রানিমা’ হয়েছে বছর খানেক ধরে দর্শকদের কখনও হাসিয়েছেন আবার কখনও কাঁদিয়েছেন দিতিপ্রিয়া। তারপর সিনেমা-সিরিজে মন দিয়েছিলেন। তবে অনুরাগীরা ছোটপর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে ছিলেন। সেই আশা এতদিনে পূরণ হতে চলেছে। প্রোমো দেখে যা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী ‘তোমাকে ভালোবেসে’ মূলত ভালোবাসার গল্প হতে চলেছে।
২০২০ সালের মার্চে শেষ হয় জীতুর সিরিয়াল 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে'। ধারাবাহিকে সুকুমারের চরিত্রে অভিনয় করেছিলেন জীতু। দিতিপ্রিয়ার 'করুণাময়ী রাণী রাসমণি'র সফর শেষ হয় ২০২১ সালে। অর্থাৎ প্রায় একই সময় দুই তারকা টেলিভিশনকে আলবিদা বলেছিলেন। শোনা যায়, একসময় দুই তারকাকে নিয়ে দুই নামী চ্যানেলের মধ্যে বেশ রেষারেষি ছিল। কিন্তু এখন Zee বাংলার পাল্লাই ভারী। জীতু-দিতিপ্রিয়াকে একসঙ্গে টেলিভিশনের পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।