shono
Advertisement

শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘গোধূলি আলাপ’, মনখারাপ ‘মাষ্টারদাদা’ ঋজুর

শেষবার টেলভিশনের পর্দায় কবে দেখা যাবে অরিন্দম-নোলকদের?
Posted: 01:45 PM May 24, 2023Updated: 01:51 PM May 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঁদে উকিল অরিন্দম রায়, আর বহুরূপী নোলক। অসম বয়সের এই প্রেম কাহিনি নিয়েই শুরু হয়েছিল রাজ চক্রবর্তী প্রোডাকশনের সিরিয়াল ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap)। প্রায় দেড় বছর ধরে চলা ধারাবাহিক শেষ হবে চলতি মাসে। তাতেই মনখারাপ ‘মাষ্টারদাদা’ ওরফে ঋজু বিশ্বাসের।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে ঋজু (Riju Biswas) জানান, খুবই ভাল একটা টিম ছিল ‘গোধূলি আলাপ’-এর। মিলেমিশে কাজ করা হতো। “এতদিনের একটা জার্নি শেষ হচ্ছে, মন খারাপ তো হবেই। সোহাগদি, কৌশিকদা সব্বাইকে খুব মিস করব”, বললেন অভিনেতা। জানা গিয়েছে, আগামী ৩০-৩১ তারিখ ধারাবাহিকের শুটিং শেষ। শেষবার টেলভিশনের পর্দায় উকিলবাবু, নোলক, আদিত্যদের দেখা যাবে ৪ জুন।

[আরও পড়ুন: শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে]

অসম বয়সের প্রেম। কৌশিক সেনের বিপরীতে নায়িকা সমু সরকারকে নিয়ে সিরিয়ালের শুরুতে বিতর্ক হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্যও করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে বিতর্ক ফিকে হয়ে যায়। টিআরপি তালিকার প্রথমের সারিতে সেভাবে জায়গা না করতে পারলেও ধারাবাহিকটি হটস্টার অ্যাপে বেশ জনপ্রিয় ছিল। এমনটাই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন কৌশিক সেন।

শোনা গিয়েছে, ‘গোধূলি আলাপ’ শেষ হওয়ার পর সেই সময়ে দেখা যাবে ‘তুঁতে’। এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন ‘খুকুমণি’ দীপান্বিতা রক্ষিত। হোম ডেলিভারির জন্য যে মেয়ে হেঁশেল সামলেছিল, সেই এখন হালফ্যাশনের ডিজাইন তৈরি করবে। হ্যাঁ, এক উঠতি ডিজাইনারের কাহিনি দেখানো হবে নতুন এই ধারাবাহিকে। আর তাতে দীপান্বিতার বিপরীতে থাকছেন সৈয়দ আরেফিন।

[আরও পড়ুন: হিমাচলের পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর অভিনেত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement