সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গদিতে ছিলেন মনমোহন সিং। তবে নেপথ্যের কারিগর তিনিই ছিলেন। বিদেশিনী তকমা নিয়ে এসেছিলেন এ দেশে। তাকে পিছনে ফেলেই ধরেছিলেন কংগ্রেসের হাল। প্রায় একার হাতে ইউপিএ সরকারের হাল ধরেছিলেন ‘ম্যাডাম’। তাই ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর কথা উঠলে সোনিয়া গান্ধীর নাম তো আসবেই। তবে পর্দায় ইউপিএ চেয়ারপার্সনের চরিত্র কে ফুটিয়ে তুলবেন? এই প্রশ্নের উত্তরই খুঁজছিলেন সিনেপ্রেমীরা। উত্তর মিলল এতদিনে জার্মান অভিনেত্রী সুজান বার্নাট ফুটিয়ে তুলবেন সোনিয়া গান্ধীর চরিত্র।
[মিলল না জামিন, আজ রাতটাও জেলেই কাটবে সলমনের]
একবার নয়, পরপর দু’বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং৷ তাঁর দশ বছরের প্রধানমন্ত্রিত্ব নিয়ে আলোচনা-সমালোচনা সবই হয়েছে৷ কিন্তু স্বল্পভাষী মানুষটি হামেশা সমস্ত সমালোচনার উর্ধ্বে রয়ে গিয়েছেন৷ বর্ষীয়ান এই রাজনীতিবিদের সফরকেই বইয়ের পাতায় তুলে ধরেছিলেন ভারতের নীতি বিষয়ক বিশেষজ্ঞ সঞ্জয় বারু৷ বেশ কিছুটা সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ছিলেন তিনি৷ বইয়ের পাতার সেই তথ্যকেই একই নামে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন নবাগত পরিচালক বিজয় রত্নাকর গুত্তে৷ ইতিমধ্যেই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে৷ প্রকাশিত হয়েছে অনুপম খেরের ছবিও৷
[জেলে প্রথম রাত কীভাবে কাটালেন ‘কয়েদি নম্বর ১০৬’?]
এরপরই প্রকাশ্যে আসে সুজানের নাম৷ জন্মসূত্রে জার্মান হলেও বহু বছর ধরেই ভারতেই রয়েছেন সুজান৷ বিয়ে করেছেন অখিল মিশ্রকে৷ হিন্দি, মারাঠি এমনকী বাংলা ভাষাতেও বেশ স্বচ্ছন্দ তিনি৷ হিন্দির পাশাপাশি বাংলা ছবিতেও কাজ করেছেন৷ ইতি মৃণালিনী-তে জুলিয়া ক্যাম্পবেলের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে৷ শেষ অভিনয় করেছেন শিবপ্রসাদ-নন্দিতার ‘রামধনু- দ্য রেনবো’ ছবিতে৷ হিন্দি-মারাঠিতেও সমানতালে কাজ করে চলেছেন সুজান৷ সিনেমার পাশাপাশি টেলভিশনেও অভিনয় করেছেন৷ এছাড়াও প্রশিক্ষিত লাভনি নৃত্যশিল্পী তিনি৷ ছবিতে অনুপম খের, সুজান বার্নাটের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকেও৷
আগামী বছর শীতে প্রেক্ষাগৃহে আসছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর। তার আগে শুরু হয়ছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের অভিযোগ, এই ছবি তৈরিতে অশুভ হাত রয়েছে। ৩২৮ কোটি টাকার চিনি কেলেঙ্কারির অর্থে সিনেমা বানানো হচ্ছে। সিনেমা বানানোর নেপথ্যে কী মতলব রয়েছে তা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছিল মহারাষ্ট্র কংগ্রেস। তবে এই তরজার মধ্যেও শুটিংয়ের কাজ ঠিকভাবে এগোচ্ছে বলেই জানা গিয়েছে।
[‘কবীর’-এর প্রচারে আসরে এসটিএফ! ব্যাপারটা কী?]
The post পর্দায় সোনিয়া গান্ধী হতে চলেছেন ‘রামধনু’ খ্যাত এই অভিনেত্রী appeared first on Sangbad Pratidin.