shono
Advertisement

ক্ষয়রোগে আক্রান্ত, টাকার অভাবে হাসপাতালে পড়ে সলমনের নায়িকা

চিনতে পারছেন এঁকে? The post ক্ষয়রোগে আক্রান্ত, টাকার অভাবে হাসপাতালে পড়ে সলমনের নায়িকা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:24 PM Mar 19, 2018Updated: 02:08 PM Aug 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় কারও কখনও সমান যায় না। আজ যাঁর জীবনে পৌষমাস, কাল তাঁর সর্বনাশ হতেই পারে। গ্ল্যামার দুনিয়ার ক্ষেত্রে বোধহয় একথা সবচেয়ে বেশি প্রযোজ্য। প্রদীপের তলার অন্ধকারে কত নামই না হারিয়ে যায়! হিসেবও থাকে না। স্বপ্ন দেখার মূল্য কয়েকটা মানুষকে একটু বেশিই দিতে হয়। এমনই একজন পূজা দাদওয়াল। নামটা অনেকেরই অজানা। অথচ এই নামই একদিন কাস্টের তালিকায় সলমন খানের পাশে লেখা ছিল। হ্যাঁ, সলমন খানের সঙ্গে ‘বীরগতি’ ছবিতে অভিনয় করেছিলেন পূজা। ছিলেন সে ছবির নায়িকা। অথচ আজ তাঁর ঠিকানা মুম্বইয়ের বেসরকারি হাসপাতাল ছোট্ট একটা শয্যা।

Advertisement

[অজয়ের সহ-অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ কাজল, ভিডিও পোস্ট করে খুশি জাহির]

যক্ষ্মারোগে আক্রান্ত পূজা। প্রায় ১৫ দিন ধরে মুম্বইয়ের হাসপাতালে ভরতি রয়েছেন। স্বামী, আত্মীয়, বন্ধুরা অনেকদিন আগেই সঙ্গ ছেড়েছিলেন। যেটুকু সম্বল ছিল, ফুরিয়ে যেতে সময় লাগেনি। মুম্বই ছেড়ে গোয়ায় চলে যান পূজা। ক্যাসিনো ম্যানেজারের কাজ করে কোনওভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু তাও যেন বিধাতার সহ্য হল না। ক্ষয়রোগ ধরা পড়ল অভিনেত্রীর। ফের মুম্বইতেই আসতে হল। এখন চিকিৎসার টাকা পর্যন্ত নেই।

এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পূজা জানান, সলমনের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সুপারস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরিস্থিতি এমন হয়েছে সামান্য চা খেতেও তাঁকে পরের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে। হাসপাতালের টাকা দিতে পারেননি। ওষুধ খাওয়ার পয়সা পর্যন্ত নেই। কোনওভাবে যদি সলমনের সঙ্গে দেখা পাওয়া যেত। হয়তো কিছু সাহায্য পাওয়া যেত। এই আশা মনে নিয়ে মুম্বইয়ের হাসপাতালের ওই শয্যায় দিন কাটছে সলমনের ছবির নায়িকার। বলিউডের ভাইজানের কানে এখনও বোধহয় সে আওয়াজ পৌঁছায়নি। আপাতত ‘রেস থ্রি’-র শুটিংয়ে ব্যস্ত তিনি। প্রায় নয় বছর পর টেলিভিশনে ফিরছেন ‘দশ কা দম’ নিয়ে।

[গুজব রটাচ্ছে সুনীল, টুইটারে বোমা ফাটালেন কপিল শর্মা]

The post ক্ষয়রোগে আক্রান্ত, টাকার অভাবে হাসপাতালে পড়ে সলমনের নায়িকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement