shono
Advertisement

প্রয়াত মহম্মদ আজিজ, শোকের ছায়া সংগীত জগতে

হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে জীবনাবসান শিল্পীর৷ The post প্রয়াত মহম্মদ আজিজ, শোকের ছায়া সংগীত জগতে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:10 PM Nov 27, 2018Updated: 10:36 PM Nov 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনাবসান প্রবাদপ্রতিম সংগীতশিল্পী মহম্মদ আজিজের৷ বৃহস্পতিবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ আপামর সাংস্কৃতিক মহল থেকে শুরু করে অগণিত অনুগামী৷

Advertisement

[নাট্য অ্যাকাডেমি থেকে ইস্তফা বিভাস চক্রবর্তীর]

বাংলা, হিন্দি ও ওড়িয়া-সহ একাধিক ভাষায় গান গেয়েছেন মহম্মদ আজিজ৷ তাঁর সুরের মূর্ছনায় কার্যত মেতে উঠেছিল আট ও নয়ের দশকের যুব সমাজ৷ অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঋষি কাপুর, গোবিন্দা, মিঠুন-সহ একাধিক বলি সুপারস্টারের জন্য গান গেয়েছেন তিনি৷ তাঁর গান ও এই সমস্ত অভিনেতাদের গলা একটা সময় পরিপূরক হয়ে উঠেছিল৷ লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, কবিতা কৃষ্ণমূর্তির মতো সংগীতশিল্পীদের সঙ্গে গান গেয়েছেন মহম্মদ আজিজ৷ মহম্মদ আজিজ ও সংগীত পরিচালক লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের জুটিকে একটা সময় বলিউডের সবচেয়ে সফল জুটি হিসাবে গণ্য করা হত৷

[‘বউকে বলেছিলাম, ছেড়ে চলে যাও’, #MeToo নিয়ে মুখ খুললেন চেতন ভগত]

মহম্মদ রফির পরবর্তী সময়ে তাঁর উপরই অনেকটাই ভরসা করেছিল সংগীত মহল৷ ভারতীয় সঙ্গীতের ‘স্বর্ণযুগের’ ট্র্যাডিশন বা ঐতিহ্যকে একক দক্ষতায় অনেকটা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন মহম্মদ আজিজ৷ অমর শিল্পী কিশোর কুমারের সঙ্গে পাল্লা গিয়ে কাজ করে গিয়েছেন তিনি৷ বিভিন্ন ভাষাতে ২০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি৷ সঙ্গে তাল মিলিয়ে চালিয়েছেন ভজন ও সুফি সঙ্গীতের চর্চা৷ 

The post প্রয়াত মহম্মদ আজিজ, শোকের ছায়া সংগীত জগতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement