শম্পালী মৌলিক: সঙ্গীত জগতে ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় বাদ্যশিল্পী ঋতবান দাস (Ritaban Das)। শিল্পীর অকালপ্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন যকৃতের সমস্যায়। ছিল হাইপারগ্লাইসেমিয়ার মতো সমস্যা। তবে নানা অসুস্থতাতেও সুর-ছন্দে ছেদ পড়েনি তাঁর জীবনে। অসুস্থতার মধ্যেও বিভিন্ন গানের দলের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। ছিলেন পেশাদার ড্রামার ও পার্কাশনিস্ট। বয়স হয়েছিল মাত্র চল্লিশ কোঠায়।
শেষদিকে 'দ্য ফোক ফাউন্ডেশন' ছাড়াও 'কালার ব্লিডস' ও '১-এ চন্দ্র' ব্যান্ডের সঙ্গে বাজাতেন ঋতবান। এদিন তাঁর স্মৃতিচারণায় সঙ্গীতশিল্পী দীপান্বিতা আচার্য সংবাদ প্রতিদিন ডিজিটালকে বলেন, "দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। যকৃতের সমস্যায় ভুগছিল। চলতি বছর জানুয়ারিতেই চিকিৎসক জানিয়েছিলেন যে ওর যকৃতে বেশ সমস্যা রয়েছে। ধরা পড়ার পর একটা বছর থাকল। অনেকটাই অসুস্থ ছিল বিগত বছরটা। স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না একেবারেই। শেষ দিকে দিল্লিতেও বেশকিছু শো করল। কিন্তু এই শরীরে বেশি ট্র্যাভেল করা সম্ভব ছিল না। ঋতবান অর্থাৎ লুডো আর আমরা কয়েকজন সদস্য মিলে 'দ্য ফোক ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করি। সেই প্রতিষ্ঠানের হাত ধরেই আমাদের প্রায় চোদ্দো বছরের সম্পর্ক।"
বাদ্যশিল্পী ঋতবান একসময় বাজিয়েছেন সাহানা বাজপেয়ী, অর্ক মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের। এদিন ঋতবানের প্রয়াণে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী গৌরব চট্টোপাধ্যায়। এছাড়াও সোশাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী। মনখারাপ করা সেই পোস্টে সাহানা লিখেছেন, 'এই জন্মে আমরা একসঙ্গে সুরের চর্চা করতে পেরেছি এটা পরম প্রাপ্তি। তোমার সঙ্গে কাটানো সঙ্গীতময় প্রতিটা মুহূর্ত, ভাগ করে নয়া প্রতিটা অনুষ্ঠান, মঞ্চ তোমার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আমি এটুকু বলতে পারি আমাদের এই পথচলা সত্যিই দারুণ ছিল আমার বন্ধু। তুমি ভালো থেকো। সুরালোকে শান্তিতে কাটুক তোমার জীবন।'
