shono
Advertisement
Debolina Ghosh

প্যারিস জয় করে কলকাতায় ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ স্ক্রিনিং

বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট অনুষ্ঠিত হল বিড়লা অ্যাকাডেমিতে।
Published By: Buddhadeb HalderPosted: 04:16 PM Dec 11, 2025Updated: 04:16 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা কীর্তনের সুপ্রাচীন ঐতিহ্য ও বিবর্তনকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’–এর বিশেষ স্ক্রিনিং ও লাইভ কনসার্ট সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল। প্যারিসের 'Festival Terres du Bengale'-এ সফলভাবে প্রিমিয়ারের পর আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক প্রশংসা কুড়িয়ে এবার কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার অডিটোরিয়ামে ছবিটির প্রথম প্রাইভেট প্রদর্শনীর আয়োজন করা হয়। পরিচালক ও গায়িকা দেবলীনা ঘোষের কীর্তন পরিবেশনা প্যারিসে বিশেষ সাড়া ফেলেছিল।

Advertisement

বুধবার সন্ধ্যায় প্রদর্শনীর পর স্বয়ং পরিচালক দেবলীনা ঘোষের মনোজ্ঞ লাইভ কীর্তন কনসার্ট অনুষ্ঠিত হয়। এরপর একটি ওপেন ডিসকাশন পর্ব ছিল, যেখানে পরিচালক ছবির গবেষণা ও নির্মাণের নেপথ্য কাহিনি এবং কীর্তন ঐতিহ্যের বর্তমান প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।

আট বছরের গবেষণার ফল এই তথ্যচিত্রটি। এতে বাংলা কীর্তনের ১৫ শতকের ভক্তি আন্দোলন থেকে শুরু করে বর্তমান প্রজন্মের চর্চা পর্যন্ত এক ধারাবাহিক ইতিহাস ফুটে উঠেছে। সুধীজন, গবেষক ও আর্কাইভাল উপাদানের মাধ্যমে কীর্তনের সাংস্কৃতিক তাৎপর্যকে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দের ভাষ্য তথ্যচিত্রটিকে এক বিশেষ মাত্রা দিয়েছে।

দেবু’স দরবার ও ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে এই ছবিটি তৈরি হয়েছে। ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের ট্রাস্টি ড. সুমন্ত রুদ্র বলেন, এই প্রচেষ্টার মাধ্যমে বাংলার কীর্তনের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে আরও এক ধাপ এগিয়ে যাবে। পরিচালক দেবলীনা ঘোষ জানান, বাংলা কীর্তনের ধ্রুপদী সত্তা ও আলাদা শৈলি সাধারণ মানুষের কাছে তুলে ধরাই তাঁর মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যান্য বিদগ্ধজনের সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতার রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের প্রধান ম্যাক্সিম কোজলভ এবং ড. নাতালিয়া গেরাসিমোভা। তিনি শুভেচ্ছা বার্তায় জানান, বাংলার কীর্তনের এই ঐতিহ্য সারা বিশ্বের দরবারে পৌঁছানো উচিত। স্ক্রিনিং উপলক্ষে বহু বিশিষ্ট শিল্পী, গবেষক ও সংস্কৃতিমনস্ক মানুষ উপস্থিত ছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’–এর বিশেষ স্ক্রিনিং ও লাইভ কনসার্ট সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হল।
  • আট বছরের গবেষণার ফল এই তথ্যচিত্রটি।
  • দেবু’স দরবার ও ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে এই ছবিটি তৈরি হয়েছে।
Advertisement