shono
Advertisement
Entertainment News

পার্বতী বাউলকে আমেরিকায় ঢুকতে বাধা, হেনস্তা! কনসার্ট বাতিল 'অপমানিত' শিল্পীর

বিখ্যাত মার্কিন সঙ্গীতকার জর্জ ব্রুকসের সঙ্গে যৌথ অনুষ্ঠান করার কথা ছিল বাউলশিল্পীর।
Published By: Sucheta SenguptaPosted: 02:36 PM May 19, 2025Updated: 02:55 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার মাটিতে প্রায় অনুপ্রবেশকারীদের মতো আচরণ বিখ্যাত সঙ্গীতশিল্পীর সঙ্গে! প্রশাসনের বিরুদ্ধে সে দেশে প্রবেশে বাধা, ভারতে ফেরত পাঠানোর অভিযোগে সরব নামী বাউলশিল্পী পার্বতী বাউল। যার জেরে আমেরিকার সানফ্রান্সিসকোয় তাঁর কনসার্ট বাতিল করতে হল। নিজের ফেসবুক পেজে এই হেনস্তার বিবরণ দিয়েছেন তিনি। অনুরাগীদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তায় পার্বতী বাউল অনুষ্ঠানের নতুন সময়ও ঘোষণা করেছেন। তাঁকে এভাবে হেনস্তার অভিযোগ ওঠায় ক্ষুব্ধ অনুরাগী মহল আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

Advertisement

ঘটনা ঠিক কী? পার্বতী বাউলের ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, ১৮ মে রবিবার মার্কিন সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় সানফ্রান্সিকোয় একটি কনসার্ট ছিল তাঁর। বিখ্যাত মার্কিন সঙ্গীতকার জর্জ ব্রুকসের সঙ্গে জুটি বেঁধে তা হওয়ার কথা ছিল। ব্রুকস ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে জ্যাজের মেলবন্ধনে গান করেন। সেই ফিউশনের সঙ্গে বাউল গানের সুর তুলতেন পার্বতী বাউল। কিন্তু আমেরিকায় বাউল শিল্পীকে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতে। যার জেরে ব্রুকসের সঙ্গে যৌথ কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।

আমেরিকার বিখ্যাত ফিউশন সঙ্গীতকার ও স্যাক্সোফোন বাদক জর্ড ব্রুকস।

তবে পোস্টে তিনি অনুষ্ঠানের নতুন সময়ও ঘোষণা করেছেন।  জানিয়েছেন, সোমবার ভারতীয় সময় রাত ৮টায় জুম-এর মাধ্যমে অনলাইনে কনসার্ট করবেন। তা সম্পূর্ণ বিনামূল্যে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে শোনা যাবে। চাইলে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন কেউ। তবে আগ্রহীদের আগে থেকে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন পার্বতী বাউল। যোগাযোগের লিংকও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুধু বাংলা নয়,  আন্তর্জাতিক সংস্কৃতি মহলে বাউল সাধিকা ও সঙ্গীতশিল্পী হিসেবে সমাদৃত পার্বতী বাউল। তাঁর মিষ্টি ব্যবহার ও সুরের জাদুতে মাতোয়ারা সঙ্গীতপ্রেমীরা। তেমন ব্যক্তিত্বকে আমেরিকায় ঢুকতে না দিয়ে ফেরত পাঠানোর মতো আচরণের অভিযোগে স্বভাবতই ক্ষুব্ধ তাঁর অনুরাগীরা। 'বাউল মা'র অপমান তাঁরা মেনে নেবেন না বলে হুঁশিয়ারি তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পার্বতী বাউলকে আমেরিকায় ঢুকতে বাধা, হেনস্তার অভিযোগ।
  • যার জেরে সানফ্রান্সিসকোর কনসার্ট বাতিল করলেন শিল্পী।
Advertisement