সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বসঙ্গীত জগতের সেরা সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এ ফের ভারতীয় সঙ্গীত মহলের সাফল্যের সম্ভাবনা জোরদার হল। গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে বেশ কয়েকজন ভারতীয় তারকা মনোনয়ন পেয়েছেন। চূড়ান্ত ফল জানতে এখনও অপেক্ষা করতে হবে। পণ্ডিত রবিশঙ্করের কন্যা সেতারবাদক অনুষ্কা শঙ্কর এবছর দু’টি বিভাগে নমিনেশন পেয়েছেন। গ্লোবাল মিউজিক অ্যালবাম ‘চ্যাপটার থ্রি : উই রিটার্ন টু লাইট’ শীর্ষক ট্রিলজির শেষভাগে অনুষ্কার সঙ্গে রয়েছেন আলম খান এবং সারথি কোরওয়ার। এই তিন তারকার ‘ডেব্রেক’ বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্সে নমিনেশন পেয়েছে।
প্রসঙ্গত, অনুষ্কা গ্র্যামিতে ১১ বার নমিনেশন পেয়েছেন। গত দু’দশক ধরেই লাগাতার তাঁর নাম ভেসে উঠেছে। তাঁর সঙ্গে এবার রয়েছেন বিখ্যাত সরোদ বাদক আলম খান, যিনি উস্তাদ আলি আকবর খানের ছেলে। অর্থাৎ, অনুষ্কার মামাতো ভাই। শঙ্কর মহাদেবনের ফিউশন দল শক্তি, গিটার বাদক জন ম্যাকলাঘলিন দু’টি নমিনেশন পেয়েছেন। তা হলে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ফর শ্রীনিজ ড্রিম (লাইভ) এবং বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ফর মাইন্ড এক্সপ্লোশন (৫০তম বার্ষিকী টুর লাইভ)। মহাদেবনের শক্তি প্রথম গ্র্যামি পেয়েছিল এ বছরের গোড়ার দিকে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের অন্তর্গত ‘দিজ মোমেন্ট’-এর জন্য। ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হবে লস অ্যাঞ্জেলেসে আগামী ফেব্রুয়ারি মাসে।
প্রসঙ্গত, গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর দরবারে রয়েছেন ভারতীয়বংশোদ্ভূত সিদ্ধার্থ ভাটিয়া। তাঁর আধ্যাত্মিক চেতনা দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত 'সাউন্ডস অফ কুম্ভ' গ্লোবাল মিউজিক অ্যালবামে বিভাগের জন্য ইতিমধ্যেই মনোনীত হয়েছে। উল্লেখ্য আগামী ফেব্রুয়ারিতে ঘোষণা হবে ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী কারা হলেন।
