সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূত্রজনিত সমস্যার কারণে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জয় গোস্বামী। চিকিৎসকের পরামর্শে তিন তিনটে অস্ত্রোপচার করাতে হয় কবিকে। এখন কেমন আছেন তিনি?
সংবাদমাধ্যমের কাছে কবিকন্যা বুকুন জানিয়েছেন, জয় গোস্বামীর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। ভালো রয়েছেন এবং দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন। জানা গিয়েছে, কয়েক দিন ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন তিনি। গোড়ার দিকে বিষয়টিকে আমল না দিলেও প্রস্রাব আটকে যাওয়ায় পরবর্তীতে গৃহচিকিৎসকের অধীনেই চিকিৎসা চলছিল তাঁর। তবে শারীরিক পরিস্থিতির কোনও হেরফের না হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় জয় গোস্বামীকে।
প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং কবির (Joy Goswami) পরিবারকে জানানো হয়, প্রয়োজনে একাধিক অস্ত্রোপচার করাতে হতে পারে। এরপরই তিনটি ছোট অস্ত্রোপচার হয় জয় গোস্বামীর। যদিও হাসপাতালের তরফে আগেই আশ্বস্ত করা হয়েছিল যে, এটি পুরুষদের বয়সজনিত একটি সমস্যা। ভয়ের কিছু নেই। কবিকন্যা জানিয়েছেন, শারীরিকভাবে আপাতত খানিক দুর্বল হলেও লেখালেখি কিন্তু চালিয়ে যাচ্ছেন জয় গোস্বামী। এমনকী অস্ত্রোপচারের আগেও লেখালেখির কাজ করেছেন।
