shono
Advertisement

Breaking News

Singer

মাত্র ৩৫ বছরেই প্রয়াত জনপ্রিয় ওড়িয়া গায়ক! 'বড় ক্ষতি', আক্ষেপ মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির

গায়কের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী, নেতারা।
Published By: Sucheta SenguptaPosted: 10:30 AM Nov 18, 2025Updated: 10:38 AM Nov 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউমোনিয়া, অকেজো লিভার, শরীরের একাধিক অঙ্গ বিকল - একাধিক জটিলতা নিয়ে তিনদিন লড়াই শেষ। মাত্র ৩৫ বছরেই প্রয়াত জনপ্রিয় ওড়িয়া গায়ক হুমানে সাগরের জীবনদীপ নিভল। সোমবার রাতে ভুবনেশ্বর এইমসে তাঁর মৃত্যু হয়। খবর নিশ্চিত করে চিকিৎসকরা জানিয়েছেন, লাইফ-সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন হুমানে সাগর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। এক্স হ্যান্ডেল পোস্টে তাঁর আক্ষেপ, 'আমাদের সিনেমা, সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।' জনপ্রিয় গায়ককে নিয়ে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাংসদ বৈজয়ন্ত পান্ডা।

Advertisement

ভুবনেশ্বর এইমস সূত্রে জানা গিয়েছে, গত ১৪ নভেম্বর প্রচণ্ড অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হুমানে সাগর। বাইল্যাটারাল নিউমোনিয়া, অ্যাকিউট ক্রনিক লিভার ফেলিওর, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম - একসঙ্গে এতগুলি শারীরিক ব্যাধিতে আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন ৩৫ বছরের জনপ্রিয় গায়ক। সঙ্গে সঙ্গে একাধিক প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে দ্রুত চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিটি রোগই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাই নানা রকম ওষুধেও কাজ হয়নি। গায়ককে শেষপর্যন্ত লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়। তাতেও বিশেষ উন্নতি হচ্ছিল না। সোমবার রাত ৯টার পর জীবন-মৃত্যুর লড়াই থেমে যায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমানে সাগর।

তিতিলাগড়ের সঙ্গীত পরিবারের জন্মগ্রহণের সুবাদে ছোট থেকেই সুরের প্রতি টান ছিল সাগরের। খুব কম বয়স থেকে তাঁর সুরের জাদু মুগ্ধ করত সকলকে। ওড়িশার জনপ্রিয় ট্যালেন্ট হান্ট টেলিভিশন শো থেকে তাঁর বিনোদন জগতে পদার্পন। ২০১৫ সালে প্রথম প্লেব্যাকের সুযোগ পান। আর তাতেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন অচিরেই সাগরকে ঠেলে দিয়েছিল জীবনের শেষ প্রান্তে। মাত্র ৩৫ বছরে অকালমৃত্যু!

জনপ্রিয় গায়কের মৃত্যুতে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তিনি লিখেছেন, 'জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হুমানে সাগরের মৃত্যুর খবরে আমি মর্মাহত। তাঁর অকালমৃত্যু আমাদের সঙ্গীত ও সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবারকে আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি, পাশে আছি।' 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র ৩৫ বছর বয়সেই প্রয়াত ওড়িশার বিখ্যাত সঙ্গীতশিল্পী হুমানে সাগর।
  • শরীরে একাধিক জটিল ব্যাধি নিয়ে তিনদিন ভর্তি ছিলেন ভুবনেশ্বর এইমসে।
  • সোমবার রাত ৯টার পর মৃত্যু হয়, শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।
Advertisement