সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'নৃত্যের তালে তালে হে নটরাজ!' তিনি বাস্তবের নটরাজ। নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, ভারতের অসংখ্য নৃত্যশিল্পীর অনুপ্রেরণা উদয় শঙ্কর। আজও তিনি সমানভাবে প্রাসঙ্গিক। চলতি মাসের আট তারিখ উদয় শঙ্করের ১২৫তম জন্মদিন। আর সেই জন্মদিনকেই নৃত্যের তালে তালে উদযাপন করতে এক বিশেষ আয়োজন করা হয়েছে শান্তিনিকেতনে।
শান্তিনিকেতনের সৃজনী শিল্প গ্রামে আয়োজন করা হচ্ছে দু'দিনব্যাপী উদয় শঙ্কর নৃত্য উৎসব 'আলমোরা'। দু'দিনব্যাপী এই উৎসব আয়োজিত হবে ৫- ৬ ডিসেম্বর পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের উদ্যোগে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবে রাজ্যের নানা প্রান্ত থেকে মোট বাইশটি নাচের দল। তবে সেই নাচের দলের পাশাপাশি থাকবে নৃত্যশিল্পী মমতা শঙ্করের নাচের দলের বিশেষ পারফরম্যান্স। এছাড়াও উৎসবের প্রথমদিনে অংশ নেবে 'শিল্প বিতান', 'দীক্ষায়ণ', 'সঙ্গীত নৃত্য কলাকেন্দ্র', 'সাহাপুর সূচীছন্দম', 'বাঁকুড়া প্রমিথিউস', 'সূচনা'র মতো নাচের স্কুল।
দ্বিতীয় দিনে অংশ নেবে 'ডান্সার্স গিল্ড','নাদ- ব্রহ্ম , কলাপী, ঘুঙুর, আলোর পাখি সেন্টার ফর পারফর্মিং আর্টস', 'বাঁকুড়া আঙ্গিক', 'বলাগড় পায়েল নৃত্য কলা কেন্দ্র', 'স্বস্তিকা কলা কেন্দ্র'-সহ আরও অনেকগুলি বিশিষ্ট নৃত্য প্রশিক্ষণ সংস্থা। বীরভূম, বাঁকুড়া, বলাগড়, কলকাতা-সহ বিভিন্ন জেলার নৃত্য প্রতিষ্ঠান এদিন নিবেদন করবে এই উৎসবে এক বর্ণাঢ্য উৎসব। এই উৎসব প্রসঙ্গে মমতা শঙ্কর ইতিমধ্যেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, "উদয় শঙ্করের আমাদের সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদান রয়েছে। এই বছর তাঁর ১২৫তম জন্মদিন। আর তাই এই বিশেষ দিনে আমরা তাঁকে নৃত্যের তালে তালে সবাই স্মরণ করব।"
