shono
Advertisement

Breaking News

‘নয়া সংসদ ভবন এরকম দেখতে…!’, মোদিকে খোঁচা প্রাক্তন কংগ্রেস সাংসদ অমিতাভের?

শাহরুখ-অক্ষয়দের মতো মোদি-বন্দনা নয়! শাহেনশার মন্তব্যে শোরগোল।
Posted: 06:28 PM May 29, 2023Updated: 06:31 PM May 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮ মে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে যখন উচ্ছ্বসিত বলিউড তারকারা, তখন আকৃতি নিয়ে প্রশ্ন তুললেন অমিতাভ বচ্চন।

Advertisement

প্রসঙ্গত, ৯৬ বছর পর নতুন সংসদ ভবন (New Parliament Bhavan) পেল ভারত। যার পরিকল্পনা ও নির্মাণ ঘিরে শুরু থেকেই বিতর্ক বেঁধেছিল। এমনকী, নয়া সংসদ ভবনের উদ্বোধন পর্বও বিতর্কিত (Controversial) হয়ে রইল। দেশের গণতান্ত্রিক কাঠামো অনুসারে গণতন্ত্রের মন্দিরে শীর্ষ সাংবিধানিক পদে থাকা রাষ্ট্রপতিকে ব্রাত‌্য রাখা যেমন ঐতিহাসিক অনুষ্ঠানটিকে অনুজ্জ্বল করল, তেমনই এর প্রতিবাদে ২০টি বিরোধী দলের বয়কটও সমস্ত আলোকে ম্লান করে দিল। তবে বিশেষ পুজোপাঠের সঙ্গে ঘড়ি ধরে নির্দিষ্ট তিথি মেনে রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন হল। সেই বিষয় নিয়েই সন্দিহান অমিতাভ বচ্চন!

[আরও পড়ুন: ‘ক্ষণিকের রাজদণ্ড দেখা দিল অপোগন্ড রূপে’, মোদীকে খোঁচা ঋত্বিক চক্রবর্তীর]

এদিকে রাহুল গান্ধি যখন মোদির এই অনুষ্ঠানকে ‘রাজ্যাভিষেক’ বলে কটাক্ষ করলেন, তখন প্রাক্তন কংগ্রেস সাংসদ হিসেবে বিগ বি-র মন্তব্য, “দেশের নতুন সংসদ ভবন খোলার জন্য অসংখ্য শুভেচ্ছা। তবে এর আকৃতি এরকম কেন? আর এই সংসদ ভবনের নেপথ্যে কোনও ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষ শাস্ত্রের অর্থ রয়েছে কিনা প্রাক্তন সাংসদ হিসেবে জানতে চাই।” বিগ বি-র ব্লগে এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ার একাংশের প্রশ্ন, ‘বিরোধী দলের প্রাক্তন সাংসদ হিসেবেই কি এমন বক্তব্য?’

প্রসঙ্গত, বন্ধু রাজীব গান্ধির জন্য ১৯৮৪ সালে রাজনীতিতে যোগ দেন অমিতাভ বচ্চন। লোকসভা নির্বাচনে এলাহাবাদ থেকে কংগ্রেসের টিকিটে লড়ে সাংসদ হন শাহেনশা। তবে ৩ বছর পরই রাজনীতি থেকে সরে আসেন। তারপর থেকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি অমিতাভকে। এবার নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

[আরও পড়ুন: ‘এতটাও নিচে নামবেন না’! কুস্তিগিরদের বিকৃত ছবি নিয়ে IT সেলের ‘মিথ্যাচারে’ ক্ষুব্ধ উরফি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement