shono
Advertisement

‘সমস্ত কাজে হস্তক্ষেপ করত রাহুল’, প্রাক্তন বিদেশমন্ত্রীর আক্রমণের মুখে কংগ্রেস সভাপতি

দলের মধ্যে দম আটকে আসছিল, বিস্ফোরক এসএম কৃষ্ণ৷ The post ‘সমস্ত কাজে হস্তক্ষেপ করত রাহুল’, প্রাক্তন বিদেশমন্ত্রীর আক্রমণের মুখে কংগ্রেস সভাপতি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Feb 10, 2019Updated: 02:38 PM Feb 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “কংগ্রেসের সভাপতি হওয়ার আগে থেকেই দলের বিভিন্ন কাজে হস্তক্ষেপ করত রাহুল গান্ধী৷ সে কারণে একপ্রকার বাধ্য হয়ে দলত্যাগ করেছি।” বর্তমান কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এসএম কৃষ্ণ৷ কর্ণাটকের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘রাহুল গান্ধীর একটি মন্তব্য শোনার পর আমি দলত্যাগের মনস্থির করে ফেলি৷ আমি রাহুলকে বলতে শুনি, অশীতিপর ব্যক্তিদের নাকি তাঁর অফিসে কোনও প্রয়োজন নেই৷’’

Advertisement

[প্রধানমন্ত্রীর সফরের আগে মোদি বিরোধী পোস্টারে ছয়লাপ অন্ধ্রপ্রদেশ ]

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বিদেশ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন এসএম কৃষ্ণ৷ তিনি জানান, ওই সময় কার্যত দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল৷ কারণ যথেষ্ট চাপের মধ্যে কাজ করতে হত ৷ প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী আরও অভিযোগ করেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকলেও, বিভিন্ন মন্ত্রকের একাধিক কাজে হস্তক্ষেপ করত রাহুল৷ বিভিন্ন মন্ত্রীদের কাজে নাক গলাতেন বর্তমান কংগ্রেস সভাপতি৷

[উত্তরপ্রদেশে বিষ মদ কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, আর্থিক সাহায্য ঘোষণা]

আসন্ন লোকসভা ভোটের আগে যে জোট নিয়ে এত স্বপ্ন দেখছে কংগ্রেস৷ সেই জোটকেও আক্রমণ করেন কংগ্রেসের প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী৷ জানান, বারবারই জোটে সঙ্গীদের উপর কোনও রকম নিয়ন্ত্রণ রাখতে পারে না কংগ্রেস৷ সেই কারণেই টুজি, কমনওয়েলথ, কয়লা কেলেঙ্কারির মতো ঘটনা ঘটতে পেরেছে৷ কারণ কংগ্রেসে বলিষ্ঠ নেতৃত্বের অভাব ছিল৷ কংগ্রেসের সঙ্গে কয়েক দশকের সম্পর্ক চুকিয়ে ২০১৭-তে বিজেপিতে যোগদান করেছেন কর্ণাটকের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তিনি জানান, দুর্নীতিমুক্ত ভারত গড়তে আরও পাঁচ বছর এ দেশে মোদি সরকারের প্রয়োজন রয়েছে৷

The post ‘সমস্ত কাজে হস্তক্ষেপ করত রাহুল’, প্রাক্তন বিদেশমন্ত্রীর আক্রমণের মুখে কংগ্রেস সভাপতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement