shono
Advertisement

পর্নস্টার জনি সিনস কাশ্মীরের বাসিন্দা! প্রাক্তন পাক রাষ্ট্রদূতের টুইটে বিতর্ক

নেটিজেনদের রোষের শিকার ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ The post পর্নস্টার জনি সিনস কাশ্মীরের বাসিন্দা! প্রাক্তন পাক রাষ্ট্রদূতের টুইটে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 07:03 PM Sep 03, 2019Updated: 07:17 PM Sep 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লজ্জা! বিশ্বের দরবারে এবারও নাক কাটা গেল পাকিস্তানের৷ যে কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলে বড় বড় কথা বলছেন প্রধানমন্ত্রী ইমরান খান-সহ পাক প্রশাসনের আধিকারিকরা৷ বিভিন্ন ষড়যন্ত্র করে ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে ইসলামাবাদ৷ বারবার নিজেদেরকে কাশ্মীরিদের বন্ধু বলে দাবি করছে তারা৷ এবার সেই উপত্যকাবাসীকেই চরম অপমান করলেন ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ পর্নস্টার জনি সিনসের ছবি দিয়ে কাশ্মীরিদের অবস্থা ব্যাখ্যা করলেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: কুলভূষণকে মিথ্যে বলার জন্য চাপ দিচ্ছে পাকিস্তান, বিস্ফোরক অভিযোগ ভারতের ]

সোমবার জনি সিনসের একটি পর্ন ছবির দৃশ্য রিটুইট করেন এই প্রাক্তন পাক আমলা৷ টুইটারে তিনি লেখেন, ‘‘অনন্তনাগের বাসিন্দা ইউসুফ…পেলেটের আঘাতে নিজের দৃষ্টিশক্তি হারিয়েছেন…এবার সবাই প্রতিবাদ সরব হন৷’’ অর্থাৎ পর্নস্টার জনি সিনসকে কাশ্মীরের বাসিন্দা ‘ইউসুফ’ বলে দাবি করেন আবদুল বাসিত৷ জানান, ভারতীয় সেনার ছোঁড়া পেলেট বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছে ইউসুফ(জনি সিনস)৷ এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা প্রয়োজন আরজি জানান তিনি৷ এই রিটুইটের পরই নেটিজেনদের রোষের মুখে পড়েন আবদুল বাসিত৷ সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা৷

[ আরও পড়ুন: যুদ্ধের উসকানি! ভারতকে টুকরো করার হুমকি পাকিস্তানের রেলমন্ত্রীর ]

বাসিতের লেখাটি রিটুইট করেন প্রখ্যাত সাংবাদিক মাইলা ইনায়াত৷ টুইটারে তিনি লেখেন, পর্নস্টার জনি সিনসকে কাশ্মীরের নাগরিক ভেবে ভুল করেছেন প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ ওয়াকিবহাল মহলের মতে, ভারত সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তি ঘটানোর পরেই ক্ষুব্ধ পাকিস্তান৷ নানান ষড়যন্ত্রে মোদি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে ইসলামাবাদ৷ ফেক নিউজ ও ফেক ভিডিও পরিবেশন করে বারবার আন্তর্জাতিক বিশ্বের নজর কাশ্মীরের দিকে ঘোরাতে চাইছে তারা৷ এবারও একই চেষ্টা করলেন ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবদুল বাসিত৷ তবে অজ্ঞতার কারণে ধরা পড়ে গেলেন তিনি৷ 

The post পর্নস্টার জনি সিনস কাশ্মীরের বাসিন্দা! প্রাক্তন পাক রাষ্ট্রদূতের টুইটে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার