সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। উনিশের লোকসভা নির্বাচনের আগে যাকে সেমিফাইনাল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ফলে উনিশের মহারণের আগে এই নির্বাচনের ফলাফলের উপর চোখ রয়েছে দেশের। আর নির্বাচন মিটতেই প্রকাশিত হতে শুরু করেছে একের পর এক বুথফেরত সমীক্ষা। তাতেই উঠে আসছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের বুথফেরত সমীক্ষা বিচার করে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের। রাজস্থান সম্ভবত হাতছাড়া হতে চলেছে গেরুয়া শিবিরের। পাশাপাশি, তেলেঙ্গানার মসনদে ফিরছে কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন টিআরএস।
[‘দেশের মহিলাদের অপমান করেছেন’, শরদ যাদবকে পালটা জবাব বসুন্ধরার]
২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় জয়লাভের জন্য ম্যাজিক ফিগার ১১৬। গত ১৫ বছর ধরে সেরাজ্যের ক্ষমতায় আছে বিজেপি। তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান। তবে এবার সেখানে শাসকবিরোধী হাওয়া চরমে। পাশাপাশি, রাজ্যের কৃষকদের মধ্যেও কাজ করছে সরকার বিরোধী মনোভাব। এই পরিস্থিতিতে সেরাজ্যে বিজেপির সঙ্গে কংগ্রেস কড়া টক্কর দিতে পারে বলেই উঠে আসছে সমীক্ষায়। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া-আজ তকের বুথফেরত সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১০২-১২০টি এবং কংগ্রেস পেতে পারে ১০৪-১২২টি আসন। টাইমস নাও-সিএনএক্সের বুথফেরত সমীক্ষার বিচারে সেরাজ্যে বিজেপি পেতে পারে ১২২টি এবং কংগ্রেস থেমে যেতে পারে ৮৯টি আসনে। সিভোটার-রিপাবলিক টিভির বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ৯০-১০৬টি এবং কংগ্রেস পেতে পারে ১১০-১২৬টি আসন।
কেবল মধ্যপ্রদেশই নয়, ছত্তিশগড়ে ৯০ আসনের লড়াইয়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিচ্ছে বুথফেরত সমীক্ষাগুলো। টাইমস নাও-সিএনএক্সের বিচারে ছত্তিশগড়েও বিজেপির কাছে হারতে চলেছে কংগ্রেস। সেখানে বিজেপি পেতে পারে ৪৬টি ও কংগ্রেস পেতে পারে ৩৫টি আসন। অজিত যোগী-মায়াবতীর জোট পেতে পারে মাত্র সাতটি আসন। একই ভাবে ছত্তিশগড়ে আবারও গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিয়েছে ইন্ডিয়া টিভির বুথফেরত সমীক্ষা। তাঁদের বিচারে ছত্তিশগড়ে গেরুয়া শিবিরের ঝুলিতে আসছে ৪২-৫০টি আসন ও কংগ্রেস সেখানে পেতে পারে ৩২-৩৮টি আসন। ৬-৮টি আসন পেতে পারে অজিত যোগী-মায়াবতীর জোট।
মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি হলেও মরুরাজ্যে মুখ থুবড়ে পড়তে চলেছে গেরুয়া শিবির। প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষার বিচারে সেখানে ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুটছে রাজস্থানের মানুষ। সেই ক্ষোভের আগুনে আরও বেশি করে আঁচ দিয়েছে শচিন পাইলটের নেতৃত্বাধীন কংগ্রেস। ফলে রাজস্থানের ১৯৯ আসনের লড়াইয়ে বিজেপির তুলনায় কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখছে সমীক্ষাগুলো। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া-আজ তকের বুথফেরত সমীক্ষা বলছে, রাজস্থানে কংগ্রেস পেতে পারে ১১৯-১৪১টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৫৫-৭২টি আসন। টাইমস নাও-সিএনএক্সের বুথফেরত সমীক্ষা বলছে, রাজস্থানে কংগ্রেস পেতে পারে ১০৫টি আসন। বিজেপি থেমে যেতে পারে ৮৫টি আসনে। প্রায় প্রতিটি সমীক্ষাই আভাস দিয়েছে যে, তেলেঙ্গানায় ফিরতে চলেছে কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন টিআরএস।
[‘যতই বলপ্রয়োগ করুক, রথযাত্রা হবেই’, চ্যালেঞ্জ অমিত শাহের]
যদিও এই বুথফেরত সমীক্ষায় ভরসা নেই রাজনৈতিক মহলের। অনেকক্ষেত্রেই দেখা যায়, সমীক্ষার সঙ্গে বাস্তবের আকাশপাতাল ফারাক। বর্তমান পরিস্থিতি, ভোটগ্রহণ ও কিছুটা অনুমানের উপর নির্ভর করেই বুথফেরত সমীক্ষা প্রকাশ করে সংবাদমাধ্যম। জাতীয় সংবাদমাধ্যম ও সমীক্ষা সংস্থাগুলোর এই রিপোর্টের মতামত সম্পূর্ণ নিজস্ব। এর কোনও দায় সংবাদ প্রতিদিনের নয়।
The post পাঁচ রাজ্যের নির্বাচন শেষ, বুথফেরত সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস-বিজেপি appeared first on Sangbad Pratidin.