সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎক্ষেপণের আগেই বিপত্তি স্পেস-এক্স ফ্যালকন নাইন রকেটে৷ উৎক্ষেপণের ঠিক আগে, বৃহস্পতিবার একটি রুটিন পরীক্ষার সময় আচমকাই ফেটে যায় সংস্থার একটি ‘আনম্যানড’ বা মানববিহীন রকেট৷ স্থানীয় সময় সকাল ৯টায় বিস্ফোরণটি ঘটে৷
নাসা সূত্রে খবর, লঞ্চ প্যাডেই বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায় রকেটটি। আশেপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ কেঁপে ওঠে কয়েক মাইল দূরের বাড়িও। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে তা ধরা পড়েছে উপগ্রহ থেকে পাঠানো ছবিতেও।
সূত্রের খবর, পুরনো একটি রকেটের মধ্যে ফের জ্বালানি ভরে মহাকাশে পাঠানোর চেষ্টা করছিলেন মার্কিন গবেষকরা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হল এদিন৷ স্পেস এক্সের তরফে জানানো হয়েছে, এদিনের দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
দেখুন ভিডিও:
#WATCH: Visuals from the site of explosion at SpaceX Falcon 9 rocket launch at Cape Canaveral in Florida #USA pic.twitter.com/3sAZWtPUZR
— ANI (@ANI_news) September 1, 2016
The post উৎক্ষেপণের আগেই বিস্ফোরণ স্পেস-এক্স ফ্যালকন নাইন রকেটে appeared first on Sangbad Pratidin.