সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী স্নাতকোত্তর? চাকরির খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মপ্রার্থীদের জন্য সুখবর শোনাল হাওড়া জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি। হাওড়া হাসপাতালে (District Hospital Howrah) এক্সটার্নাল টিচার পদে কর্মী নিয়োগ করা হবে। মূলত ইংরাজি, কম্পিউটার এবং কো-কারিকুলার অ্যাকটিভিটির শিক্ষক নিযুক্ত হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
শিক্ষাগত যোগ্যতা:
- ইংরাজির জন্য আবেদনকারীদের অবশ্যই ইংরাজিতে স্নাতকোত্তর হতে হবে।
- কম্পিউটারের জন্য আবেদনকারীদের কম্পিউটার সায়েন্সে স্নাতক হতেই হবে। স্নাতকোত্তররাই অগ্রগণ্য।
- কো-কারিকুলার অ্যাকটিভিটির জন্য আবেদনকারীদের ফিজিক্যাল এডুকেশন স্নাতক হতেই হবে। স্নাতকোত্তররাই অগ্রগণ্য।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে সাড়ে ৭ হাজার থেকে ১০ হাজার টাকা বেতন পাবেন।
[আরও পড়ুন: স্নাতক হলেই ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে মিলতে পারে চাকরি, জেনে নিন শর্ত]
আবেদনের পদ্ধতি:
এই শূন্যপদে আবেদনের জন্য দরখাস্ত পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
ঠিকানাটি হল:
প্রিন্সিপাল নার্সিং অফিসার্স অফিস, নার্সিং ট্রেনিং স্কুল, জেলা হাসপাতাল, হাওড়া।
আবেদনপত্র পাঠানোর শেষ দিন:
আগামী ২৯ ডিসেম্বর দুপুর ২টোর মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://healthyhowrah.org এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।