shono
Advertisement

Breaking News

HS Exam 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য চলবে বাড়তি বাস, জেনে নিন রুটগুলি

জেনে নিন বাসের সময়সূচী।
Posted: 05:05 PM Mar 13, 2023Updated: 05:36 PM Mar 13, 2023

নব্যেন্দু হাজরা: আগামিকাল থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2023)। কলকাতা ও সংলগ্ন জেলার পড়ুয়াদের ক্ষেত্রে পরীক্ষার কয়েকটা দিনের সব থেকে বড় চিন্তা, ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছনো যাবে তো? কারণ, রাস্তায় প্রবল যানজট। অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মেলে না বাস। সেই কারণেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর।

Advertisement

পরিবহণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ১৫ টি রুটে অতিরিক্ত বাস চালানো হবে। যে রুটে ২ টি বাস দেওয়া হবে সেক্ষেত্রে সময় ৭ টা বেজে ৪৫ মিনিট ও ৮ টা বেজে ১৫ মিনিট। একই রুটে পরীক্ষা স্পেশ্যাল বাস পাওয়া যাবে দুপুর সাড়ে বারোটা ও বারোটা বেজে ৪৫ মিনিটে। যে রুটে একটি করে বাস মিলবে সেখানে বাসের সময় সকাল ৮ টা ও দুপুর সাড়ে বারোটা। তালিকা অনুযায়ী দিতে হবে ভাড়া। জানা গিয়েছ, বিশেষ এই বাসে পরীক্ষা স্পেশ্যাল বোর্ড থাকা আবশ্যক।

[আরও পড়ুন: ‘কাজ না করলে বড়বাবুকে ঘেরাও করব’, পুলিশকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়ে বিতর্কে সিদ্দিকুল্লা]

কোন কোন রুটে চলবে অতিরিক্ত বাস

১. বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্ল্যানেড (২)
২. ঠাকুরপুকুর থেকে শিয়ালদহ (১)
৩. চেতলা থেকে পাইকপাড়া (১)
৪. কাকুঁড়গাছি থেকে বেহালা (২)
৫. কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর (১)
৬. গড়িয়া থেকে হাওড়া স্টেশন (২)
৭. গড়িয়া থেকে হাওড়া (ভায়া দেশপ্রিয় পার্ক) (২)
৮. যাদবপুর থেকে হাওড়া (১)
৯. সরশুনা থেকে হাওড়া (২)
১০. বারাকপুর থেকে হাওড়া (১)
১১. ঠাকুরপুকুর থেকে হাওড়া (২)
১২. দমদম এয়ারপোর্ট থেকে এসপ্ল্যানেড (২)
১৩. দক্ষিনেশ্বর থেকে এসপ্ল্যানেড (১)
১৪. নিউটাউন থেকে শিয়ালদহ (২)
১৫. ডানলপ থেকে বালিগঞ্জ (১)

এদিনে লাইনের কাজের জন্য কয়েকদিন ধরে শিয়ালদহ মেইন শাখায় বাতিল বেশ কিছু ট্রেন। বহু ট্রেন চলছে দেরিতে। উচ্চমাধ্যমিক চলাকালীন এই ঘটনায় পড়ুয়াদের ভোগান্তির আশঙ্কা থাকছেই। তবে শিয়ালদহের ডিআরএম জানান, বাতিলের সংখ্যা কমানো হচ্ছে। যে ট্রেনগুলি দেরিতে চলছিল, সেগুলি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।   

[আরও পড়ুন: ‘আমাদের জন্য ফ্লেক্সে মমতা সততার প্রতীক লিখতে পারছেন না’, দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক উদয়ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement