সুকুমার সরকার, ঢাকা: প্রায় ১৫ দিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশে সচল হয়েছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ঝরেছে শতাধিক প্রাণ। এই হিংসাত্মক আন্দোলনের জেরে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইউটিউব-সহ অন্যান্য সোশাল মিডিয়া। দুসপ্তাহ পর আজ, বুধবার এই সমাজ মাধ্যমগুলোর ক্যাশ সার্ভার খুলে দেওয়া হয়েছে।
ছাত্র আন্দোলনের সময় দেশের নানা গুরুত্বপূর্ণ ভবন ও কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি আগুনে পুড়িয়ে দেয়। এর পরেই গত ১৭ জুলাই রাতে দেশে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরে বিভিন্ন সোশাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। অবশেষে ২৮ জুলাই, রবিবার বিকেল তিনটে থেকে সারা দেশে ফোরজি ইন্টারনেট পরিষেবা চালু করা। আজ থেকে চালু হয়েছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-সহ নানা সমাজ মাধ্যম। এর ফলে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।
বুধবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সঙ্গে বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে পরিষেবা চালু করার ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, "যেসব সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর কিছু সময়ে জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলাম। সব কিছু বিবেচনা করে ফেসবুক, টিকটক, ইউটিউবের কার্যক্রমে আজ থেকে আর কোনও নিষেধ রাখা হচ্ছে না। গত কয়েকদিনে হিংসতার ঘটনা সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট নিয়ে আপত্তি জানিয়েছিল সরকার। ফেসবুক, ইউটিউব ও টিকটক এব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে।" পলকের এই ঘোষণার পরই বিকেল থেকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো পুনরায় চালু করে দেওয়া হয়।
[আরও পড়ুন: আবেগপ্রবণ হাসিনা! হাসপাতালে জখম শিশুকে দেখে কেঁদে ফেললেন, কপালে দিলেন চুম্বন]
এছাড়া বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে ঢাকায় রেল ভবনে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, শুরুতে শুধু মেল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে। এর পর ধীরে ধীরে দূরপাল্লার ট্রেন চালু করা হবে। এর আগে গত বুধবার রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম জানিয়েছিলেন, যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হলেও মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। দূরপাল্লা-সহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভ-প্রতিবাদে গোটা দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তর। এই আন্দোলনকে হিংসাত্মক করে তোলা ও শিক্ষার্থীদের ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি-জামাতের মতো সমমনস্ক দলগুলোর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিএনপি-জামাত-ছাত্রদলকে জঙ্গি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামি লিগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।