সুমন করাতি, হুগলি: ঠিক যেন বলিউড ছবি ‘স্পেশ্যাল ২৬’! ওই ছবিতে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন অক্ষয় কুমার, অনুপম খেররা। শ্রীরামপুরে যেন সেই ছবিরই বাস্তবায়ন। আয়কর আধিকারিক পরিচয়ে কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে হানা চারজনের। লক্ষাধিক টাকার সোনা এবং নগদ টাকাও হাতিয়ে নেয় তারা। ব্যবসায়ীকে দিল্লি রোডের মাঝে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চম্পট দিল দু্ষ্কৃতীরা।
শ্রীরামপুরের কুমিরজলা রোডের ব্যবসায়ী অজয়ের দাবি, মঙ্গলবার রাত আটটা নাগাদ হঠাৎ চারজন সোনা গলানো দোকানে হাজির হয়। প্রত্যেকের গলায় আয়কর আধিকারিকের আই কার্ড ঝোলানো ছিল। আধিকারিক পরিচয় দিয়ে তল্লাশি শুরু হয়। কত পরিমাণ সোনা সারাদিনে গলানো হয়, তা জানতে চায় ভুয়ো আধিকারিকরা। কোনও নথিপত্র না থাকায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী।
[আরও পড়ুন: Kolkata Metro: অফিস টাইমে মেট্রোয় আত্মহত্যা! ব্যহত পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা]
হুমকি দিয়ে ব্যবসায়ীকে গাড়িতে তোলে ভুয়ো আধিকারিকরা। সঙ্গে সোনার বার এবং নগদ টাকা নিয়ে যায় তারা। গাড়ি করে ব্যবসায়ীকে দিল্লি রোডের কাছে নিয়ে যাওয়া হয়। মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় ব্যবসায়ীকে। আয়কর অফিসে যোগাযোগ করতে বলা হয় তাঁকে।
এর পর ফের নিজের দোকানে ফিরে আসেন ওই ব্যবসায়ী। শ্রীরামপুর থানায় যান তিনি। ওই চারজন আদতে আয়কর আধিকারিক নন বলেই জানতে পারেন ব্যবসায়ী। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার পর থেকে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।
দেখুন ভিডিও: