সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোঁজ পাওয়া যাচ্ছে না ভারতীয় সেনাবাহিনীর ‘বিদ্রোহী’ জওয়ান তেজ বাহাদুর যাদবের৷ পরিবারের সদস্যরা বহু চেষ্টা করেও তেজ বাহাদুরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ আর সেই কারণেই খুব শীঘ্রই তাঁরা পিটিশন দেবেন বলে জানিয়েছেন৷ আইনের দ্বারস্থ হয়েই তেজ বাহাদুরের খোঁজ পেতে চাইছে পরিবার৷
সেনা ছাউনিতে থাকাকালীন খাবারের সমস্যায় জেরবার হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তেজ বাহাদুর৷ সেনা জওয়ানরা ঠিক কী ধরনের খাবার খেয়ে দিনযাপন করেন, সেই কথাই তিনি সেই ভিডিওতে বলেছিলেন৷ আর রাতারাতি তাঁর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ সেনার এহেন বক্তব্য প্রকাশ্যে আসার পর প্রধানমন্ত্রীর অফিস থেকে বিষয়টি সম্পর্কে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়৷ বিষয়টি নিয়ে জল এতটাই গড়ায় যে শেষ পর্যন্ত তেজ বাহাদুর চাকরি থেকে ভিআরএস নেওয়ার আর্জি জানান৷ কিন্তু খারিজ হয় সেই আর্জিও৷
(রেশন দোকানেও এবার বাধ্যতামূলক হচ্ছে আধার কার্ড)
জওয়ানের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা কোনওভাবেই তেজ বাহাদুরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না৷ তাঁকে পাঠানো চিঠিরও কোনও উত্তর আসেনি৷ শুধু তাই নয়, শেষবার যখন তেজ বাহাদুরের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কথা হয়েছিল, তিনি বলেছিলেন, তাঁকে কোনও অচেনা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে৷ এরপর থেকেই তাঁর সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে পরিবারের দাবি৷
প্রসঙ্গত, গত সোমবার তেজ বাহাদুরের স্ত্রী এবং ভাই প্যারামিলিটারি ডিরেক্টর জেনারেল কে কে শর্মার সঙ্গে দেখা করেন৷ তিনি তাঁদের আশ্বাস দেন যে বিষয়টির তদন্ত নিরপেক্ষভাবেই হবে৷ কিন্তু এরপর তাঁর তরফ থেকে আর কোনও আশানুরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ কোনওদিকে আসার আলো না দেখেই আইনের দ্বারস্থ হওয়ার ভাবনা তেজ বাহাদুর যাদবের স্ত্রীর৷
The post খোঁজ মিলছে না তেজ বাহাদুরের, আইনের দ্বারস্থ হচ্ছেন উদ্বিগ্ন স্ত্রী appeared first on Sangbad Pratidin.