shono
Advertisement

পঞ্চভূতে বিলীন বাঙালির ‘সাহেব’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন তাপস পালের

গান স্যালুটে সম্মান জানানো হয় প্রয়াত অভিনেতাকে। The post পঞ্চভূতে বিলীন বাঙালির ‘সাহেব’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন তাপস পালের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:38 PM Feb 19, 2020Updated: 04:38 PM Feb 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের জলে ‘সাহেব’কে বিদায় জানাল বাঙালি। মঙ্গলবার ভোররাতে চিরঘুমে চলে গিয়েছিলেন তাপস পাল। বুধবার কেওড়াতলা মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হল তাঁর নশ্বর দেহ। গান স্যালুট দিয়ে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হল এককালের দাপুটে অভিনেতা ও সফল রাজনীতিবিদকে। তাঁকে শেষ দেখা দেখতে শ্মশানে উপস্থিত হয়েছিলেন তাঁর অগণিত ভক্ত ও টলিপাড়ার কলাকুশলীরা।

Advertisement

১ ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছেছিলেন তিনি। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন তাপস পাল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। মঙ্গলবার ভোররাতে দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তখনই তিনি মারা যান। তাঁর মৃত্যুসংবাদে শোকস্তব্ধ টলিউড। এদিন রাতে তাঁর দেহ নিয়ে আসা হয় কলকাতায়। সঙ্গে ছিলেন শোকাহত স্ত্রী নন্দিনী পাল। ছিলেন অন্য আত্মীয় পরিজনরাও। বিমানবন্দর থেকে অভিনেতার দেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। সারারাত বাড়িতেই ছিল দেহ।

[ আরও পড়ুন: তাপস পালের শেষযাত্রাতেও রাজনৈতিক তরজা, মমতাকে পালটা খোঁচা বাবুল-সায়ন্তনের ]

বুধবার সকালে বাড়িতেই প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক অশোক বিশ্বনাথন, হরনাথ চক্রবর্তী, অভিনেতা ভরত কল, জিৎ ও জুন মালিয়ার মতো কলাকুশলীরা। এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওয়। সেখানে মিনিট পাঁচেক ছিল অভিনেতার মরদেহ। তারপর, ১১টা নাগাদ তাঁর দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। বিশৃঙ্খলা এড়াতে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। রবীন্দ্র সদনেই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান রচনা বন্দ্যোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ একাধিক শিল্পী। এরপর পৌনে বারোটা নাগাদ তাপস পালকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস পালের স্ত্রী নন্দিতা ও মেয়ে সোহিনী পালের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও পার্থ চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়-এর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। শ্রদ্ধা জানান সুব্রত ভট্টাচার্যও।

এরপর তাপস পালের দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে গান স্যালুটে বিদায় জানানো হয় অভিনেতাকে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তাপস পালের। চোখের জলে অনুরাগীরা বিদায় জানান তাঁদের প্রিয় ‘সাহেব’কে। পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন তিনি। অনুরাগীদের জন্য রেখে গেলেন ‘দাদার কীর্তি’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘ভালবাসা ভালবাসা’, ‘গুরুদক্ষিণা’র মতো যুগান্তকারী একগুচ্ছ ছবি।

[ আরও পড়ুন: এবার সপরিবারে ওয়েব সিরিজে অভিনয় করবেন যুবরাজ সিং ]

The post পঞ্চভূতে বিলীন বাঙালির ‘সাহেব’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন তাপস পালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement