সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরস্বতী পুজো মানেই শাড়ি। ওইদিন সকলেই চান যেন তাঁকে দেখলে চোখ ফেরাতে না পারে। তাই রাতারাতি সোশাল মিডিয়া ঘেঁটে ফেসপ্যাক তৈরি করার পরিকল্পনা করছেন বহু তন্বী। কিন্তু রূপটান বিশেষজ্ঞরা বলছেন, রাতারাতি সুন্দরী হয়ে ওঠার চেষ্টা বৃথা। তাতে ভালো তো কিছু হয় না। পরিবর্তে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার চলুন জেনে নেওয়া যাক, কোন কাজ ভুলেও করবেন না।

অনেকেই ভাবেন ঢ্য়াঁড়শ ভেজানো জল টানা ৬ মাস পান করলে ত্বক এবং চুল হবে সুন্দর। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং দীর্ঘদিন ধরে এই জল পান করলে হজমের সমস্যা বাড়তে পারে। এমনকী কিডনিতে পাথর জমতে পারে।
হর্সটেল নামে একটি ভেষজ উদ্ভিদ তেলে মিশিয়ে ব্যবহার করলে চুল মসৃণ হয় বলেই মনে করেন কেউ কেউ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এই ভেষজ উদ্ভিদের ব্যবহারে চুলের ক্ষতিই হয় বেশি।
পাখির মল ত্বককে উজ্বল করতে সাহায্য করে বলেই মনে করেন কেউ কেউ। কিন্তু সে ধারণা আদৌ ঠিক কিনা - তা নিয়ে নাকি যথেষ্ট মতবিরোধ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শরীরে বর্জ্যপর্দার্থই হল মল। তা কখনও কারও শরীরে কোনও উপকার করতে পারে না।
আপনার কি মুখ ভর্তি ব্রণ? অনেকে ভাবেন, লেবুর রস দিলে ত্বক ভালো থাকবে। ব্রণ সেরে যাবে রাতারাতি। বিশেষজ্ঞদের মতে, এই ধারণা ভুল। লেবুর রস সরাসরি ত্বকে লাগানো মোটেও ভালো নয়। পরিবর্তে তা থেকে ত্বকে জ্বালাভাব হতে পারে। তাই কখনও সরাসরি লেবুর রস ত্বকে দেবেন না।
কারও কারও ধারণা ব্রনর সমস্যা দূর করতে পারে মাতৃদুগ্ধ। তা সরাসরি ব্রনতে লাগালে নাকি ম্যাজিকের মতো কাজ করতে পারে। কিন্তু রূপটান বিশেষজ্ঞরা ব্রণ সারাতে এই পদ্ধতি অনুসরণ করতে বারণ করছেন। কারণ, তাতে নাকি ত্বকের ভালো হওয়ার চেয়ে ক্ষতিই হয় বেশি।