shono
Advertisement
Gold Jewelry

শুধু অঙ্গের শোভা নয়, সোনা পরিধানে সুস্থ থাকে শরীরও, বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলে অবাক হবেন!

সোনা পরিধান করলে কী উপকার?
Published By: Subhankar PatraPosted: 07:07 PM May 02, 2025Updated: 07:07 PM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনায় সোহাগা! মূল্যবান এই অলঙ্কার অঙ্গের শোভা বাড়ায়। বিয়ে থেকে শুরু করে নিত্যদিনের সাজসজ্জায় এই ধাতুর জুড়ি মেলা ভার। জ্যোতিষশাস্ত্র অনুসারে,  এ ধাতুর কদর অনেক। তবে কি শুধু অঙ্গসজ্জা অথবা জ্যোতিষশাস্ত্রেই এই মূল্যবান ধাতুর কার্যকারিতা শেষ? উত্তর না! সোনা পরিধানের বৈজ্ঞানিক কারণও রয়েছে। বিভিন্ন গবেষণায় তা প্রমাণিত। সোনা পরিধান করলে কী উপকার? রইল খতিয়ান।

Advertisement

১. কানের দুল পরার উপকারিতা: বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, সোনার কানের দুল পরলে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়। ঠিকই পড়েছেন, কানের দুলের সঙ্গে চোখের সম্পর্ক নিবিড়! কারণ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে, কানের যে নার্ভ রয়েছে তা সরাসরি চোখের সঙ্গে যুক্ত। তাই সোনার দুল পরলে দৃষ্টিশক্তি ভালো থাকে।

২. হাতে আংটি পরিধানের উপকারিতা: হাতের আঙুলে সোনার আংটি পরতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! আমাদের আঙুলের নার্ভগুলির সঙ্গে মস্তিষ্কের যোগ রয়েছে। আংটি পরলে, আমরা খুশি হই এমন হরমোন ক্ষরণে সাহায্য করে।

৩. নাকে পরার উপকারিতা: অনেক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে নাকে সোনা পরিধান করলে ঋতুস্রাবের যন্ত্রণা অনেকটা কম হয়! এমনকী প্রসবকালীন যন্ত্রণাও অনেক কম হয় বলে উঠে এসেছে গবেষণায়।

৪. গলায় চেন পরার উপকারিতা: সোনাকে হার্ট ফ্রেন্ডলি ধাতু বলা হয়। ১৪ ক্যারেটের সোনার সেন রক্তসঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে বলে বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে।

৫. চুড়ি পরার উপকারিতা: আমাদের দেহে তড়িৎ চুম্বকীয় শক্তি উৎপন্ন হয়। তা নির্গত হতেই থাকে। সোনার চুড়ি তা ধরে রাখতে সাহায্য করে। সোনার চুড়ি দেহের রক্তসঞ্চালনে সাহায্য করে।

৬. পায়ে আংটি পরার উপকারিতা: পায়ের আংটি মহিলাদের মধ্যে খুব জনপ্রিয়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে, একটি নির্দিষ্ট আঙুলের তা পরলে জরায়ুর অসুস্থতা রুখতে সাহায্য করে। এমনকী গর্ভধারণের ক্ষেত্রেও উপকারী বলে জানা গিয়েছে।

৭. কোমর বন্ধনী পরার উপকারিতা: সোনার কোমর বন্ধনী পিরিয়ডসের ব্যথা কমাতে সাহায্য করে। সেই কারণেই দক্ষিণ এশিয়ায় মহিলাদের মধ্যে এই অলঙ্কার পরার চল রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোনায় সোহাগা! মূল্যবান এই অলঙ্কার বহু মানুষের অঙ্গের শোভাবাড়ায়।
  • বিয়ে থেকে শুরু করে নিত্যদিনের সাজসজ্জায় এই ধাতুর জুড়িমেলা ভার।
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধাতুর কদর অনেক। তবে কি শুধু অঙ্গসজ্জা অথবা জ্যোতিষশাস্ত্রেই এর মূল্যবান ধাতুর কার্যকারিতা শেষ। উত্তর না!
Advertisement