shono
Advertisement
Badshah-Barbie Rolex

গোটা দেশে 'বার্বি' রোলেক্সের একমাত্র বাদশা! কী বিশেষত্ব এই গোলাপি ঘড়ির! দাম জানেন?

ঘড়ির নিত্যনতুন সংস্করণ সংগ্রহে রাখতে বাদশা বরাবর ভালোবাসেন।
Published By: Arani BhattacharyaPosted: 08:59 PM Dec 23, 2025Updated: 08:59 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: র‍্যাপশিল্পী বাদশা তাঁর গানের জন্য শ্রোতাদের দরবারে চর্চায় উঠে এসেছেন। তাঁর গান শ্রোতাদের ভালো লাগুক বা মন্দ, নিজেকে সবসময়ই খবরে রাখতে ভালোবাসেন। এবারও তার ব্যাতিক্রম হল না। তবে এবার নতুন গান নয় বরং ৯ কোটি টাকার ঘড়ি পরে উঠে এলেন চর্চায়। ঘড়ির প্রতি বাদশার এই অনুরাগের কথা অজানা নয় কারও। এবার হাতে ৯ কোটি টাকার ঘড়ি গোলাপি রঙের বার্বি রোলেক্স ঘড়ি পরে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন বাদশা। শুধুই কি দামের জন্যই এই ঘড়ি এবং তাঁকে নিয়ে এত আলোচনা? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ?

Advertisement

আসলে বাদশার হাতের ৯ কোটি গোলাপি রঙের বার্বি রোলেক্স ঘড়ির নতুন ও বিশেষ এই সংস্করণ নাকি সারা বিশ্বে মোট দশটিই আছে। আর সেই ঘড়ির বিশেষ সংস্করণটি এই প্রথম কোনও ভারতীয় কিনলেন আর তিনি হলেন র‍্যাপার বাদশা। ঘড়ির নিত্যনতুন সংস্করণ সংগ্রহে রাখতে বাদশা বরাবর ভালোবাসেন। আর তা তিনি আরও একবার বুঝিয়ে দিলেন। 

সাম্প্রতিককালে ইন্ডিয়ান আইডলের মঞ্চে তোলা বাদশার একটি ইনস্টাগ্রাম পোস্টে তাঁর হাতের দশ লাখের ওই ঘড়ি দেখে চোখ কপালে উঠেছে সকলের। আঠারো ক্যারেট সোনা ও গোলাপি রঙের নানা পাথরখচিত এই ঘড়ি। বাদশা ছাড়া আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন বিভিন্ন মহলের ব্যাক্তিত্বরা তাঁদের সংগ্রহে এই ঘড়ি রেখেছেন। তাঁদের মধ্যে রয়েছেন, লিওনেল মেসি, ড্রেক, মার্ক ওয়ালবার্গ-সহ আরও অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • র‍্যাপশিল্পী বাদশা তাঁর গানের জন্য শ্রোতাদের দরবারে চর্চায় উঠে এসেছেন।
  • তাঁর গান শ্রোতাদের ভালো লাগুক বা মন্দ, নিজেকে সবসময়ই খবরে রাখতে ভালোবাসেন। এবারও তার ব্যাতিক্রম হল না।
  • এবার হাতে ৯ কোটি টাকার ঘড়ি গোলাপি রঙের বার্বি রোলেক্স ঘড়ি পরে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন বাদশা।
Advertisement