সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকের ধারণা ছেলে কিংবা মেয়ের বিয়েতে বেশি সাজগোজ করা যাবে না। তাঁরা মনে করেন, ছেলেমেয়ে জীবনের নয়া ইনিংসে পা রাখা মানেই যেন বার্ধক্যের দিকে একধাপ এগোলেন বাবা-মা। দিনকাল বদলে গিয়েছে। তাই এইসব বদ্ধমূল ধারণা বদলে ফেলাই ভালো। পরিবর্তে সেলেব স্টাইলে হোক সাজগোজ। জেনে নিন ছেলেমেয়ের জীবনের বিশেষ দিনে কেমন সাজবেন।
স্টাইল আইকন রেখার মতো সাজতে পারেন সন্তানের বিয়েতে। বেছে নিন অফ হোয়াইট এবং গাঢ় সোনালির মিশেলে কাঞ্জিভরম। লম্বা হাতা ব্লাউজ পরুন। হাতে নিন সোনালি রঙের বটুয়া। পরনে থাক হালকা সোনালি রঙের গয়না। এই সাজে আপনি সকলের মাঝে ব্যতিক্রমী হয়ে উঠতে বাধ্য।
আপনার প্রিয় নায়িকা শর্মিলা? তবে তাঁর মতো সাজতে পারেন। হালকা রঙের শিফন পরতে পারেন। মিরর ওয়ার্ক করা থাকলেও সমস্যা নেই। শাড়ি এবং ব্লাউজ হালকা রঙের বাছুন। এই ধরনের শাড়ির সঙ্গে অবশ্যই পরুন মানানসই গয়না।
একসময়ে পুরুষ হৃদয়ে ঝড় তুলতেন জিনাত আমন। তাঁর মতো চাইলে সাজতেই পারেন। একটু অন্যরকমের শিফন শাড়ি পরুন। সঙ্গে বড় কানের দুল পরতে পারেন। গলায় হার পরতে যাবেন না।
বি-টাউন বর্তমানে সবচেয়ে 'কুল' শাশুড়িমা নীতু কাপুর। আলিয়ার শাশুড়ি কিংবা সাজগোজের ধারাই যেন বদলে দিয়েছেন। চাইলে তাঁর মতো সাজ নিয়ে কাটাছেঁড়া করতে পারেন। শাড়ি পরলেও তা একটু ভিন্ন স্টাইলে পরতে পারেন। তাতে আপনার লুকস যে একেবারে বদলে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
* অবশ্যই অতিরিক্ত মেকআপ করবেন না।
* ব্লাউজের ডিজাইনের উপর বিশেষ গুরুত্ব দিন।
* শাড়ি এবং গয়নাগাটি যাতে একসঙ্গে ভারী না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন।
* শাড়ির রং নির্বাচনের আগেও সতর্ক হোন।
