সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিনের শুটিংয়ের চাপ, ধুলোবালি, কখনও আবার আউটডোর শুটের ঝক্কি। এইসব সমস্যার সমাধান হতে পারে শুধুমাত্র নিজের সঠিক যত্ন নিলেই ভালো থাকে ত্বক ও চুল সঙ্গে ভালো থাকে নিজের মনও। ঠিক এই উপায় মেনে চলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রণবীর ঘরনি নিজের ত্বকের পরিচর্যা কীভাবে নেন তা আরও একবার তুলে ধরলেন ইনস্টাগ্রামে।
একটি ছবি পোস্ট করেন এদিন দীপিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানেই দেখা যাচ্ছে মুখের ত্বকের যত্ন নিতে তিনি মেখেছেন বিশেষ একটি জেল। যদিও এই জেলটির কী নাম তা জানাননি অভিনেত্রী। তবে তা যে তাঁর নিজস্ব প্রসাধণী বিপণীর সেকথা বুঝিয়ে দিয়েছেন দীপিকা। কাজেই বোঝা যাচ্ছে নিজের ত্বকের যত্নে দীপিকা ভরসা রাখেন তাঁর নিজস্ব প্রসাধনী বিপণী সংস্থার উপরেই। এই ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা আরও লিখেছেন, 'আমার জন্য নিজের যত্ন নেওয়াটা প্রতিদিনের নানা নিয়ম মেনে চলার মতোই জরুরী। যেহেতু আমরা এই মাসটা 'সেলফ কেয়ার মান্থ' হিসেবে উদযাপন করছি তাই আপনারাও এক্ষেত্রে সামিল হতে পারেন।' আর এর সঙ্গেই নিজের বিপণী '৮২ ডিগ্রি ই'-এর প্রচার সেরেছেন অভিনেত্রী।
যদিও কীভাবে নিজের ত্বকের যত্ন নেন দীপিকা এর আগেও খোলসা করেছিলেন। নিজস্ব সংস্থা '৮২ ডিগ্রি ই'-এর রোজ লোটাস স্প্ল্যাস দিয়ে ক্লিনজিং করেন। চোখের নিচের কালচে দাগ দূর করতে রোজ বুস্ট আন্ডারআই ক্রিম ব্যবহার করেন অভিনেত্রী। ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করেন অশ্বগন্ধা বাউন্স। সানস্ক্রিন হিসেবে দীপিকার ব্যাগে থাকে টারমারিক শিল্ড আর লিপ অয়েল হিসেবে অভিনেত্রী ব্যবহার করেন পমাগ্রেনেট শিন। যা কিনা ঠোঁটের কালচে দাগ দূর করতেও সাহায্য করে। সপ্তাহে একদিন মঞ্জিষ্ঠা মাড দিয়ে ফেস মাস্কিং করেন। সে কথা অনেক আগেই প্রকাশ্যে এনেছিলেন দীপিকা।
