shono
Advertisement
Diwali Fashion

দীপাবলিতে স্বস্তিকার মতো রংবাহারি ফুলে কেশসজ্জা চান? রইল টিপস

জবা, নীলকণ্ঠ, গাঁদা-গোলাপ- দিওয়ালির হেয়ারস্টাইল জমে যাক রংবেরঙের ফুলে।
Published By: Sandipta BhanjaPosted: 09:05 PM Oct 20, 2024Updated: 01:45 PM Oct 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি মানেই জমকালো সাজ। পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট তো চলে, কিন্তু কেশসজ্জার ক্ষেত্রে এখনও অনেকে গতানুগতিক পতে হাঁটেন। তবে দুর্গাপুজোর লুক দিওয়ালিতে (Diwali 2024) বদলাতে চাইলে হেয়ারস্টাইলিং একটু অনযরকমভাবে করতে পারেন। গোলাপ, জুঁই কিংবা জারবেরা নয়, এবার বরং চুল সাজাতে বেছে নিন রংবাহারি ফুল। কেমন হবে সেই সাজ? স্বস্তিকার সাজপোশাক থেকেই সেই টিপস নিতে পারেন।

Advertisement

খোপায় লালজবা কিংবা নীল অপরাজিতার মালা পরে নিতে পারেন। কিংবা বেনুনিতে থরে থরে সাজিয়ে দিতে পারেন নীলকণ্ঠ ফুলের মালা। কিংবা একেকটা গোলাপ বিনুনীতে সাজিয়েও দিতে পারেন। খোপায় একটা পদ্মও কিন্তু মন্দ লাগবে না। কিংবা বেনুনী বা খোপায় আলতো করে আকন্দের মালা জোড়া প্যাঁচ দিয়ে সেঁটে দিন। কমলা কিংবা হলুদ গাঁদাতেও সাজাতে পারেন চুল। নতুন এক্সপেরিমেন্ট করার সাহস আর আত্মবিশ্বাস থাকলেই এবারের দিওয়ালিতে নিজের সাজপোশাকে বাজিমাত করতে পারেন আপনিও।

প্রসঙ্গত, ছক ভাঙা সাজ মানেই স্বস্তিকা মুখোপাধ্যায়। আনকোরা সাজপোশাকে বারবারই তিনি ট্রেন্ড সেট করে এসেছেন। অভিনয় ছাড়াও নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময়ে খবরের শিরোনামে তিনি। তাঁর শাড়ি, ব্লাউজের কালেকশন দেখলে চোখ ধাঁধিয়ে যাওয়া জোগাড় হয়। গয়নার কালেকশনও নেহাত মন্দ নয়! সোনা, রুপো, হালফিলের রকমারি গয়নার সম্ভার অভিনেত্রীর কাছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের স্নিগ্ধ সাজপোশাকের বারবার মুগ্ধ হন অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জবা, নীলকণ্ঠ, গাঁদা-গোলাপ- দিওয়ালির হেয়ারস্টাইল জমে যাক রংবেরঙের ফুলে।
  • খোপায় লালজবা কিংবা নীল অপরাজিতার মালা পরে নিতে পারেন।
  • কিংবা বেনুনিতে থরে থরে সাজিয়ে দিতে পারেন নীলকণ্ঠ ফুলের মালা।
Advertisement