সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো নাকি বিশ্বাস করতেন রাতে অন্তর্বাস পরে ঘুমালে স্তনের সৌন্দর্য অক্ষুন্ন থাকে। তাই প্রতিরাতে অন্তর্বাস পরে ঘুমোতে যেতেন। সত্যিই কি তাই? এবিষয়ে নানা মুনির নানা মত। কেউ অন্তর্বাস পরে শোয়ার পক্ষে, কেউ আবার বিপক্ষে।
ছবি: সংগৃহীত
যেমন অনেকেই মনে করেন, ফ্যাশনের জন্য পোশাকে এক্সপেরিমেন্ট চলতেই পারে। কিন্তু অন্তর্বাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তাঁদের দাবি, অন্তর্বাস পরে ঘুমানোর একাধিক ক্ষতিকর দিক রয়েছে। ঘুমে ব্যাঘ্যাত ঘটতে পারে, দীর্ঘক্ষণ ব্রা পরে থাকার ফলে শরীরে দাগ হয়ে যায়, চুলকানির সমস্যা হতে পারে। এমনকী ক্যানসারও নাকি হতে পারে।
যদিও এই ভালো এবং মন্দ, কোনও দাবিরই বিজ্ঞানভিত্তিক কোনও প্রমাণ নেই। তবে কয়েকটি প্রশ্নের উত্তরে কিছু উত্তর গ্রহণযোগ্য বলেই মনে করেন অনেকে। যেমন-
রাতে অন্তর্বাস পরে ঘুমালে কি স্তন নিটোল থাকে?
বিশেষজ্ঞরা বলছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। বয়সের সঙ্গে স্তন ঝুলে পড়তে থাকে। প্রকৃতির এনিয়ম পালটানো সম্ভব নয়। তবে, হ্যাঁ পুষ্টিকর খাবার ও নিয়মিত শরীরচর্চা কিংবা যোগাভ্যাসের মাধ্যমে নিজেতে সুস্থ রাখা যেতে পারে।
ছবি: সংগৃহীত
তাহলে কি রাতে ব্রা পরে ঘুমানো একেবারেই উচিত নয়?
এই বিষয়টি একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেকেই সারাক্ষণ অন্তর্বাস পরে থাকতে ভালোবাসেন, অনেকে আবার বাড়িতে পৌঁছে তা খুলে ফেলতে পারলেই বাঁচেন। যাঁর যেমন পছন্দ। তবে যাঁদের স্তন বড় তাঁরা রাতে অন্তর্বাস পরে শুলে উপকার পাবেন। এতে ঘুমের মধ্যে যেমন পাশ ফিরতে সমস্যা হবে না, তেমনই অযথা বেকায়দায় শোয়ার ফলে স্তনে ব্যথাও হবে না। আর হ্যাঁ, রাতে শোয়ার সময় পুশ আপ ব্রা কিংবা আঁটোসাঁটো ব্রা পরে শোবেন না। তার চেয়ে সূতির হালকা ধরনের ব্রা পরে শোবেন। বেশি আরামের হবে। রাতে ব্রা পরার পর হাত তুলে দেখে নেবেন কোনও সমস্যা হচ্ছে কিনা। আরামদায়ক মনে হলে তবেই তা পরে শোবেন। না হলে শরীরে রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে। মনে রাখবেন, রাতের ঘুম ভালো হলেই সকাল সুন্দর হবে।