সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানেই চুলের হরেকরকম স্টাইল। কেউ করেছেন স্ট্রেটনিং, তো কেউ করেছেন কার্ল। আবার কখনও চটজলদি চুল শুকোতে হেয়ার ড্রায়ারের ব্যবহার। আবার তার উপর এই মণ্ডপ থেকে সেই মণ্ডপে ঘোরাফেরার ফলে ধোঁয়া, ধুলো। সঙ্গে ঘাম। সবমিলিয়ে চুলের যাচ্ছেতাই দশা। পুজো মিটতে না মিটতেই শুষ্কতা, খুশকি, চুল পড়ার সমস্যায় জেরবার তন্বী। এই সমস্যা থেকে রেহাই পেতে তাই পুজো মিটতে না মিটতেই নিন বিশেষ যত্ন। নইলে সর্বনাশ।
* প্রথমেই ভালো করে চুলে শ্যাম্পু করুন। তার ফলে চুল থেকে তৈলাক্তভাব, ময়লা দূর হবে। মনে রাখবেন, স্ক্যাল্প স্বাস্থ্যকর না হলে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি।
* স্ক্যাল্পে রক্ত সঞ্চালন হলে চুলের গোড়া শক্তপোক্ত হয়। তাই চুল পড়া কমাতে ভাল করে মাসাজ করুন। তাতে পুজোয় দেদার ঘোরাফেরার ক্লান্তি দূর হবে। কমবে চুল পড়ার সমস্যা।
* চুলের শুষ্কতা দূর করতে ব্যবহার করুন হেয়ার মাস্ক। তার ফলে চুলের গোড়ায় ভিটামিন, মিনারেল পৌঁছবে। আরও স্বাস্থ্যোজ্জ্বল হবে চুল। আচমকা ঝরে পড়ার সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। ৩০ মিনিট পর হেয়ার মাস্ক জল দিয়ে ধুয়ে ফেলুন।
* আর সবশেষে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। তাতে চুলে জট পড়ার সমস্যা কমবে। নরম এবং উজ্জ্বল দেখাবে। তাই দেরি না করে অবশ্যই চুলের যত্ন নিন। তাতে আবারও সুন্দর চুল ফিরে পাওয়া সম্ভব।
* আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস *
* কয়েকদিনে চুলে হিট কম ব্যবহার করুন। স্ট্রেটনিং, কার্লিংয়ের মতো স্টাইল না হয় কদিন পরেই হোক।
* চুলে রাসায়নিক দিয়ে তৈরি রং ব্যবহার না করাই ভালো।
* হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনোর অভ্যাস সম্ভব হলে ত্যাগ করুন।
