সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশ জুড়ে মেঘ-রোদ্দুরের লুকোচুরি। এই রোদ তো এই বৃষ্টি। তার সঙ্গে আবার আর্দ্রতার দাপট। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ঘেমে স্নান প্রায় সকলে। এই সময়ে মেকআপ গলে জল হওয়ার সমস্যায় ভুগছেন বেশিরভাগ মহিলা। তবে রূপটান শিল্পীদের মতে, মেকআপের ক্ষেত্রে এই কাজগুলি করলে মিটবে সমস্যা। জেনে নিন বৃষ্টিভেজা দিনে কীভাবে সাজাবেন নিজেকে।
* দিনের বেলায় বেশি ভারী মেকআপ করবেন না।
* এমন মেকআপ সামগ্রী ব্যবহার করুন যাতে মুখ তৈলাক্ত না হয়। তাতে ঘামের সমস্যা কমবে।
* অবশ্যই সানস্ক্রিন বেসড ক্রিম ব্যবহারের চেষ্টা করুন।
* প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না। বিশেষত ওয়াটারপ্রুফ এবং ঘামরোধী প্রাইমার ব্যবহার করুন। তাতে মেকআপ টিকবে বেশিক্ষণ।
* মুখের টি-জোন (কপাল থেকে নাক বরাবর অংশ), থুতনি এবং গলায় অবশ্যই মেকআপের পর ফেস পাউডার ব্যবহার করুন। ফোলা ফোলা ব্রাশ দিয়ে পাউডার ব্যবহার করতে পারেন।
* বৃষ্টিতে ভিজে কাজল, আইলাইনার, মাসকারা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময়ে ওয়াটারপ্রুফ প্রসাধনী দিয়েই চোখের মেকআপ করার চেষ্টা করুন। তাতে ঘেঁটে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন।
উপরোক্ত নিয়মগুলি মানবে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। তাই 'মনডে ব্লু'জ' কাটিয়ে অফিস যাওয়ার আগে মেকআপের ক্ষেত্রে এই টিপসগুলি কাজে লাগাতেই পারেন।
