সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে ভিজছে বাংলা। তবে তাপমাত্রা কমার তেমন লক্ষ্মণ নেই। ভ্যাপসা গরম রয়েছে। তাই অফিস কিংবা বাইরে কোনও কাজ করতে গেলে ত্রাহি ত্রাহি রব। কী পরে বেরবেন, তা ভাবতে গিয়ে মাথায় হাত। তবে গরম যতই পরুক না কেন, জিনসই বহু তন্বীর প্রথম পছন্দ। গরমে ইন সাদা জিনস। তার সঙ্গে মানানসই কেমন পোশাক পরতে পারেন, রইল সেই টিপস।
স্ট্রেট জিনস পছন্দ প্রায় সকলের। তার সঙ্গে হল্টার নেক টপ পরতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই জুতো পরতে ভুলবেন না। পরতে পারেন কিটেন হিলের জুতো। আর ছোট্ট হ্যান্ডব্যাগ। এই সাজে আপনার দিক থেকে নজর সরাতে পারবেন না কেউ।
অনেকে আবার ঢিলেঢালা জিনস বেশি পছন্দ করেন। গরমে এই ধরনের জিনসের সঙ্গে ট্যাঙ্ক টপ পরতে পারেন।
ওভারসাইজড টপের সঙ্গে ঢিলেঢালা জিনস পরতে পারেন। সঙ্গে পরুন বেল্ট। কাঁধে ছোট্ট ব্যাগ।
হাটুর উপর পর্যন্ত মাপের শর্ট জিনসও পরতে পারেন গরমে। সঙ্গে ক্রপ টপ বেছে নিতে পারেন। সঙ্গে ব্যালেট ফ্ল্যাট জুতো পরতে পারেন।
কোনও ফর্মাল অনুষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে এই গরমে হাই ওয়েস্ট জিনসও মন্দ নয়। সঙ্গে থাক ওভারসাইজড ব্লেজার। বেল্ট ব্যবহার করতে ভুলবেন না।
এই গরমে বন্ধুদের সঙ্গে আড্ডার পরিকল্পনা? কী পরবেন বুঝতে পারছেন না, তাই তো? সাদা প্রিন্টেড জিনস বেছে নিতে পারেন। সঙ্গে স্ট্রেট হেম শার্ট পরতে পারেন। আর তার সঙ্গে মেটালিক লেদার ব্যাগ এবং ফ্ল্যাট জুতো পরলেই কেল্লাফতে। আপনার দিক থেকে নজর ফেরাতে পারবেন না কেউ।
