সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের শুরুতেই বাড়ছে খুশকির সমস্যা। তার ফলে মাথা চুলকানো, চুল পড়ে যাওয়ার সমস্যা নিমেষেই বেড়ে যায়। সমস্যায় পড়েন বহু মহিলা। সাধারণত ভুল খাদ্যাভ্যাস এবং অপরিষ্কার মাথার ত্বকের ফলে এই সমস্যা বাড়ে। তবে খুশকি নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়েছে প্রত্যেকের। সেগুলি আজই ভাঙা প্রয়োজন। নইলে চুলের সমস্যা বাড়তে পারে আরও।
* অনেকেই মনে করেন, শ্যাম্পু করার পর ঠিকভাবে চুল না ধোওয়ার ফলে খুশকির সমস্যা দেখা যায়। তবে বিশেষজ্ঞদের মতে, মোটেও তা নয়। আসলে খুশকি হল স্ক্যাল্প ফাঙ্গাস। এছাড়া আরও কিছু নয়।
* কেউ কেউ মনে করে ত্বক বেশি শুষ্ক হলে খুশকির সমস্যা বাড়ে। মোটেও তা নয়। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তৈলাক্ত স্ক্যাল্পেও খুশকির সমস্যা দেখা দিতে পারে।
* যখন মাথায় তেল মাখা হয় কিংবা অপরিষ্কার চুলে খুশকির সমস্যা বাড়ে। মোটেও তা নয়। স্ক্যাল্প শুষ্ক হলেও এই সমস্যা গেখা দিতে পারে।
* অনেকে মনে করেন, খুশকি ছোঁয়াচে। তবে তা মোটেও নয়। কারণ, খুশকি হল স্ক্যাল্পের এক ধরনের জীবাণু সংক্রমণ। এছাড়া আর কিছুই নয়। কোনওভাবে তা সংক্রামক ব্যাধি নয়।
* খাদ্যাভ্যাস ঠিকঠাক না হওয়ার ফলে খুশকির সমস্যা হতে পারে। বিশেষজ্ঞদের মতে, তা নয়। পুরোপুরি খাদ্যাভ্যাসের উপর খুশকি নির্ভর করে না। এছাড়া আরও নানা কারণ থাকে। চুলের স্বাস্থ্যোন্নতিতে স্বাস্থ্যকর খাবারদাবার খাওয়া উচিত।
