shono
Advertisement

Breaking News

Hair Care Tips

প্রচণ্ড গরমে সুইমিং পুলে কাটছে সময়? জেনে নিন চুলের যত্ন নেওয়ার উপায়

চুলের যত্ন নিতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন হেয়ার মাস্ক।
Published By: Sayani SenPosted: 04:27 PM May 12, 2025Updated: 04:27 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈশাখের শেষে তীব্র গরম। রাজ্যজুড়ে বইছে তাপপ্রবাহ। বাইরে বেরনোই যেন দায়। এই পরিস্থিতিতে কিছুটা আরামদায়ক সময় কাটানোর জন্য সুইমিং পুলের কোনও বিকল্প নেই। ওই জলে ক্লোরিন দেওয়া থাকে। তার ফলে চুল এবং ত্বকের ক্ষতির সম্ভাবনা প্রবল। তাই প্রচণ্ড গরমে সুইমিং পুলের জলে শরীর ভেজানোর আগে সাবধান হতে হবে। জেনে নিন কীভাবে যত্ন নেবেন চুলের।

Advertisement

*পুলে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান? তবে অবশ্যই সুইমিং ক্যাপ কিনুন। তার ফলে ক্লোরিনের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে বাঁচানো সম্ভব।

*সুইমিং পুলে থাকা ক্লোরিন চুলকে আরও শুষ্ক করে তোলে। তার ফলে চুল পড়ে যাওয়ার সমস্যা বাড়ে। আর্দ্রতা বাড়াতে পুলে নামার আগে চুল ভিজিয়ে নিন। ক্লোরিনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচাতে নারকেল অথবা আমন্ড অয়েল চুলে মেখে নিন।

*সুইমিং পুল থেকে ওঠার পর আরও সাবধান। বেশিক্ষণ ক্লোরিনযুক্ত জল যাতে লেগে না থেকে, সেদিকে খেয়াল রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে চুল ধুয়ে নিন।

*কমপক্ষে সপ্তাহে একবার হেয়ার মাস্ক ব্যবহার করুন। তার ফলে চুলের হারানো ঔজ্জ্বল্য ফিরবে। হবে আরও নরম। চুল পড়ার সমস্যা থেকেও মিলবে মুক্তি।

এবার জেনে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে হেয়ার মাস্ক তৈরি করবেন কীভাবে?
উপকরণ:
পাকা কলা: ন্যূনতম ১টি (চুলের মাপ অনুযায়ী কলার সংখ্যাও বাড়াতে হবে)
দই: ২ চামচ
লেবুর রস: ২ চা চামচ
নারকেল তেল: ১ চা চামচ
ডিম: ১টি (সাদা অংশ)

একটি পাত্রে সব উপকরণ মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে এবার চুলে মেখে নিন। শুকনো পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। তাতেই দেখবেন চুল ফিরে পাবে ঔজ্জ্বল্য। হবে আরও নরম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুইমিং পুলের জলে থাকে ক্লোরিন।
  • তার ফলে চুল এবং ত্বকের ক্ষতির সম্ভাবনা প্রবল।
  • চুলের যত্ন নিতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন হেয়ার মাস্ক।
Advertisement