সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারকেল তেলের দাম ক্রমশ বাড়ছে। 'ভার্জিন' কোকোনাট অয়েল হলে তো কথাই নেই। সাধারণের তুলনায় দাম বেশ কিছুটা বেশি। তা সত্ত্বেও গৃহস্থের পছন্দের একেবারে প্রথম সারিতে থাকে এই তেল। ত্বক হোক কিংবা চুলের যত্ন, 'ভার্জিন' নারকেল তেল ছাড়া ভাবতেই পারেন না অনেকে। 'ভার্জিন' ভেবে বেশি দাম দিয়ে যে নারকেল তেল কিনছেন, তা আদৌ আসল তো? ব্যবহারের আগে জেনে নিন আসল এবং নকল আলাদা করবেন কীভাবে।
* 'ভার্জিন' নারকেল তেল কেনার আগে ভালো করে গায়ে লাগানো লেবেল দেখুন। সেখানে শুধুমাত্র নারকেল তেলের কথা লেখা আছে কিনা দেখে নিন। অন্য কোনও উপাদান যুক্ত থাকলে, ভুলেও কিনবেন না।
* ব্যবহারের আগে প্রথম দেখে নিন নারকেল তেলের রং। সাধারণ তাপমাত্রায় যদি দেখেন এটি সাদা এবং স্বচ্ছ, তাহলে বুঝবেন নারকেল তেল আসল। আর যদি দেখেন রং আলাদা। তাহলে ধরে নিতে হবে 'ভার্জিন' ভেবে বেশি দামে কেনা নারকেল তেল আদতে নকল।
* গন্ধ দেখেও 'ভার্জিন' নারকেল তেল আসল নাকি নকল তা বোঝা সম্ভব। নারকেলের গন্ধ হলে বুঝতে হবে, এটি আসল। নইলে এটির গুণাগুণ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।
* নারকেল তেল আসল কিনা তা বুঝতে সাহায্য করতে পারে ফ্রিজ। ছোট্ট কোনও পাত্রে অল্প তেল নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিন। যদি দেখেন তেল জমাট বেঁধে গিয়েছে, তাহলে বুঝতে হবে নারকেল তেল আসল। আর যদি দেখেন জমাট বাঁধল না, তাহলে তা আসল নয়।
বাজারে নকল সামগ্রীর কোনও অভাব নেই। তাই চোখ বন্ধ করে বিক্রেতার উপর ভরসা করবেন না। নিজে পরীক্ষা করে নিন। নইলে বেশি টাকা খরচ করে 'ভার্জিন' নারকেল তেল ব্যবহার করেও ফল পাবেন না কিছুই। কেনাকাটির আগে সাবধান হোন। নইলে বিপদে পড়তে বাধ্য।
