সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি মানেই জমকালো সাজ। পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট তো চলে, কিন্তু কেশসজ্জার ক্ষেত্রে এখনও অনেকে গতানুগতিক পথে হাঁটেন। তবে দুর্গাপুজোর লুক দিওয়ালিতে বদলাতে চাইলে একটু অন্যরকমভাবে হেয়ার স্টাইলিং করতে পারেন। গোলাপ, জুঁই কিংবা জারবেরা নয়, এবার বরং চুল সাজাতে বেছে নিন জবা-পদ্ম, নীলকণ্ঠের মতো রংবাহারি ফুল। কেমন হবে সেই সাজ? কীভাবেই বা সাজাবেন বিনুনি কিংবা খোঁপা? রইল সেরকমই কিছু টিপস।
দীপাবলির সাজে একটু সাহসী ছোঁয়া দিতে চাইলে পদ্ম ফুল ব্যবহার করতে পারেন। কেশসজ্জার তারিফ পাওয়ার পাশাপাশি নজর কাড়বে আপনার ব্যক্তিত্বও। খোপা করে তার চারদিকে ছোট ছোট পদ্মজুড়ে দিতে পারেন, ঠিক যেমনভাবে গোলাপে সাজানো হয় খোঁপা, তেমনভাবেই। তবে এক্ষেত্রে পদ্মের আকার খেয়াল রাখতে হবে। খুব বড় হলে কিন্তু খোঁপায় জড়াতে অসুবিধে হবে! আবার বিনুনি করে একদম গোড়ার দিকে একটা মাঝারি আকৃতির পদ্ম সাজিয়ে নিন। কেল্লাফতে! তবে হেয়ারস্টাইল যদি ভারী হয়, তার সঙ্গে মানানসই সাজ কিন্তু অতি আবশ্যক।
মাকালীর পুজোয় জবা ফুল মাস্ট! সেই ফুলেই নাহয় এবার সাজিয়ে নিন খোঁপা। সাদা-হলুদ কিংবা সোনালি রঙের শাড়ির সঙ্গে সোনার গয়নার সাজে জবাফুলের কেশসজ্জা কিন্তু দারুণ মানাবে। নীল অপরাজিতার মালাও এক্ষেত্রে দারুণ অপশন। বেনুনিতে থরে থরে সাজিয়ে দিতে পারেন নীলকণ্ঠ ফুলের মালা। আবার একেকটা গোলাপের সঙ্গে ব্যাঙ্গালুরু জিপসি দিয়েও বিনুনি সাজাতে পারেন। আবার খোপায় আলতো করে আকন্দের মালাজোড়া প্যাঁচ দিলেও কিন্তু মন্দ লাগবে না। কমলা কিংবা হলুদ গাঁদাতেও সাজাতে পারেন চুল। নতুন এক্সপেরিমেন্ট করার সাহস আর আত্মবিশ্বাস থাকলেই এবারের দিওয়ালিতে নায়িকাদের মতো সাজপোশাকে বাজিমাত করতে পারেন আপনিও।
