shono
Advertisement
Kali Puja 2025

ধোঁয়ায় ক্ষতি হয় ত্বকেরও, কালীপুজোয় বাজি পোড়ানোর আগে কীভাবে যত্ন নেবেন?

আগাম কিছু সতর্কতা অবলম্বনে বাজির ধোঁয়া, আগুন থেকে ত্বককে বাঁচানো সম্ভব।
Published By: Sayani SenPosted: 04:30 PM Oct 20, 2025Updated: 04:48 PM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। কালীপুজো মানেই বাজি পোড়ানো। বাজি নিয়ে হাজারও সমস্য়া। পরিবেশবান্ধব বাজি হলেও তা থেকে বিপদের আশঙ্কার শেষ নেই। রাসায়নিক বিক্রিয়া এবং ধোঁয়ায় শ্বাসকষ্টের সম্ভাবনা থাকে। চোখ থেকে কান - ক্ষতির আশঙ্কা রয়েছে। ত্বকও বাদ যায় না। ব্রণ, একজিমার মতো নানা সমস্যা দেখা দেয়। আগুনের তাপেও ত্বকের সমস্যা তৈরি হতে পারে। তবে আগাম কিছু সতর্কতা অবলম্বনে বাজির ধোঁয়া, আগুন থেকে ত্বককে বাঁচানো সম্ভব। বাজি পোড়ানোর পরেও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। 

Advertisement

* কালীপুজোয় বাজি পোড়াতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
* চাইলে ক্লিনজার দিয়েও ত্বক পরিষ্কার করে নিতে পারেন।
* এবার মুখে একটু টোনার লাগিয়ে শুকিয়ে নিন।
* অনেকের ধারণা, রাতে সানস্ক্রিন মাখার কোনও প্রয়োজনীয়তা নেই। তবে বাজি পোড়াতে যাওয়ার আগে রাতেও সানস্ক্রিন ব্যবহার করুন। তাতে আলো এবং বাজির তাপে ত্বকে ক্ষতির সম্ভাবনা কমবে। এছাড়া বাজির ধোঁয়া থেকে নির্গত রাসায়নিকের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও বাঁচবে ত্বক।

* তারপর ধাপে ধাপে মেকআপ করুন। তবে অবশ্যই হালকা মেকআপ করুন। ভারী মেকআপ না করাই ভালো।
* চোখের সমস্যা থাকলে বাজি পোড়ানোর সময় চশমা ব্যবহার করুন। 
* বাজি পোড়ানোর সময় চোখে লেন্স না পরাই ভালো।

শুধু বাজি পোড়ানোর আগেই নয়, বাজি পোড়ানোর পরেও ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

* বাজি পোড়ানোর পর প্রথমেই হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিন।
* এরপর পরিষ্কার হাতে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
* পরিষ্কার মুখে টোনার স্প্রে করুন। শুকনো পর্যন্ত অপেক্ষা করুন।

* রুক্ষ ত্বকে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি।
* মুখ পরিষ্কার করার পর ভিটামিন সি সমৃদ্ধ কোনও নাইট ক্রিম ব্যবহার করুন। তাতে আপনার ত্বকের শুষ্কতা দূর হবে। আরও সুন্দর হয়ে উঠবে ত্বক।
সতর্কতা নেওয়ার পরেও ত্বকে কোনও সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নইলে সমস্যা বাড়তে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধোঁয়ায় ক্ষতি হয় ত্বকেরও।
  • ব্রণ, একজিমার মতো নানা সমস্যা দেখা দেয়। আগুনের তাপেও ত্বকের সমস্যা তৈরি হতে পারে।
  • আগাম কিছু সতর্কতা অবলম্বনে বাজির ধোঁয়া, আগুন থেকে ত্বককে বাঁচানো সম্ভব।
Advertisement