সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছর আসতে হাতে গোনা আর মাত্র কয়েদিন বাকি। কলকাতার উত্তর থেকে দক্ষিণে জমে উঠেছে চৈত্রসেল। সুতির পোশাক থেকে ঘর সাজানোর সামগ্রী কিংবা বাড়ির নিত্যপ্রয়োজনীয় জিনিস - সব কিছুর দেদার বিকিকিনি চলছে সেলের বাজারে। শহরের একাধিক জায়গায় চলছে বস্ত্র প্রদর্শনীও। তেমনি এক প্রদর্শনীতে নিজের জীবনের নতুন যাত্রা শুরু করলেন রুপোলি পর্দার জনপ্রিয় মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এবার নিজের পোশাকের ব্র্যান্ড লঞ্চ করলেন অভিনেত্রী।
কথায় বলে, শুরুর কোনও বয়স হয় না। সেই ভাবনায় বিশ্বাসী অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও। সদ্য মাকে হারিয়েছেন। সেই শোক কাটাতে ফের কাজে ব্যস্ত হয়েছেন। অভিনয়, সঞ্চালনার পর এবার নিজের পোশাকের ব্র্যান্ড 'কনী অ্যান্ড কিয়া' লঞ্চ করলেন অভিনেত্রী। বাড়ি, সংসার, সন্তান, অভিনয় সবকিছু সামলে এবার আরও এক নতুন পরিচিত গড়ে তোলার দিকে একধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী।
কনীনিকার মেয়ে কিয়ার বয়স এখন ৫ বছর । জন্মের পর থেকেই মেয়েকে নিয়ে নানা সময় একই রঙের ও একই ধরনের পোশাকে ফোটশুট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। মা ও মেয়ের যুগলবন্দিকে আরও সুন্দরভাবে তুলে ধরতে অভিনেত্রী চালু করলেন তাঁর নিজস্ব পোশাকের সংস্থা। মেয়ের নামের সঙ্গে নাম মিলিয়ে বিপণির নাম রেখেছেন 'কনী অ্যান্ড কিয়া'।আপাতত মহিলা ও শিশুকন্যাদের পোশাকের সম্ভার থাকছে 'কনী অ্যান্ড কিয়া'তে। মায়ের স্মৃতিকে সঙ্গে নিয়ে মেয়ের হাত ধরে নতুন পথে এগিয়ে যেতে চান অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নিজের ব্র্যান্ডকে সকলের কাছে পরিচিত করে তোলাই বর্তমানে কনীনিকার লক্ষ্য। পয়লা বৈশাখে এবার আপনিও সেজে উঠতে পারেন কনীনিকার ব্র্যান্ডের পোশাকে। শুধু আপনিই নন, ছোট্ট মেয়েকেও কিনে দিতে পারেন 'কনী অ্যান্ড কিয়া'র স্টাইলিশ ড্রেস।