সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্য়াগ নিয়ে খুঁতখুঁতে বহু মহিলা। পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ নিতে পছন্দ করেন অনেকে। সেই ব্যাগ যদি হয় অটোর মতো? নেবেন নাকি এমন ব্যাগ? আন্তর্জাতিক সংস্থা লুই ভিতোঁর এই ব্যাগ সকলের নজর কাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এই ব্যাগের দাম শুনলে মাথা ঘুরতে বাধ্য।
চলতি বছরের স্প্রিং সামার কালেকশনের নবতম সংযোজন এই ব্যাগটি। দেখতে একেবারে অটোর মতো। তবে রাস্তাঘাটে দেখতে পাওয়া হলুদ-সবুজ রঙের নয়। এটির রঙ একেবারে লুই ভিতোঁর লোগো লাগানো চামড়ার মতো। পুরুষ, মহিলা উভয়েই চেন লাগানো হ্যান্ডব্যাগটি ব্যবহার করতে পারেন। দাম ৩৫ লক্ষ টাকা।
সোশাল মিডিয়ায় হু হু করে ভাইরাল এই ব্যাগ। সিংহভাগ নেটিজেন এই ব্যাগটির চেহারা নিয়ে প্রশ্ন তুলেছেন। কে কিনবে এই ব্যাগ, প্রশ্ন তাঁদের। কেউ কেউ আবার ব্যাগের দাম শুনে তাজ্জব। রসিকতার সুরে বলছেন, স্থানীয় কোনও সংস্থা সস্তায় এই ব্যাগ আনে কিনা, সেদিকে খেয়াল রেখেছেন। আবার অনেকে এই ব্যাগ দেখে বেজায় চটেছেন। তাঁদের মতে, ওই সংস্থা সম্ভবত এভাবে মধ্যবিত্তদের খানিকটা অপমানই করেছে। কারণ, অটোয় চড়ে মধ্যবিত্তরা রোজ ভিড় ঠেলে অফিস যান। অথচ সেই অতি গুরুত্বপূর্ণ যানটিকে বড়লোকেদের বিলাসের অঙ্গ করে তুলেছে সংস্থা।
লুই ভিতোঁর ব্যাগ এর আগেও সাড়া ফেলেছে। এই সংস্থার ব্যাগ ব্যবহার করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর ব্যাগ নিয়ে একসময় কম আলোচনা হয়নি। ফরাসি ব্র্যান্ডের অটো রিকশা ব্যাগ নিয়েও আলোচনা শেষ নেই।
