shono
Advertisement
Nitanshi Goel

মধুবালা-রেখা-শ্রীদেবীদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে অভিনব কেশসজ্জা! কানে বাজিমাত নিতাংশীর

কানের রেড কার্পেটে 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেত্রী নিতাংশী গোয়েল।
Published By: Sulaya SinghaPosted: 10:26 PM May 15, 2025Updated: 11:46 AM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। দেশ-বিদেশের নানা ছবির মেলা বসেছে সুদূর ফ্রান্সে। তবে ছবির পাশাপাশি প্রতিবারের মতো সেখানে জোর চর্চা অভিনেত্রীদের ফ্যাশন নিয়েও। আর সেখানেই সাজপোশাকের আলোচনায় উঠে এল অভিনেত্রী নিতাংশী গোয়েলের অভিনব কেশসজ্জার বিষয়টি। অভিনব ও অসাধারণ কেশবিন্যাসে কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়িয়েছেন 'লাপাতা লেডিজ' খ্যাত অভিনেত্রী নিতাংশী গোয়েল।

Advertisement

চুল বিনুনি করে তা সাজিয়েছেন মুক্তোর মালায়। আর তাতেই রয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রীদের ছবি। আর এই হেয়ারস্টাইলের মাধ্যমেই মধুবালা, রেখা, শ্রীদেবি, বৈজয়ন্তীমালা, হেমা মালিনী, ওয়াহিদা রহমান ও নূতন-এর মতো অভিনেত্রীদের শ্রদ্ধা জানিয়েছেন নিতাংশী। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল নিতাংশীর সেই ছবি।

 

শুধুই চুলের সাজ নয়, অন্যদিকে নীতাংশীর পোশাকও চোখে পড়ার মতো। আইভরি রঙের শাড়ি ও হাতে বোনা ব্লাউজ ও মিনিমাল গয়নায় কান চলচ্চিত্র উৎসবে সেজেছেন নিতাংশী। নিজের ফিল্মি কেরিয়ারের এই বড় দিনটির জন্য একেবারে পরিপাটি সাজে বৃহস্পতিবার কানের দরবারে অভিষেক ঘটালেন দেশের অন্যতম কনিষ্ঠ এই অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিনব ও অসাধারণ কেশবিন্যাসে মুগ্ধতা ছড়িয়েছেন কানের রেড কার্পেটে 'লাপতা লেডিজ' খ্যাত অভিনেত্রী নিতাংশী গোয়েল।
  • চুল বিনুনি করে তা সাজিয়েছেন মুক্তোর মালায়।
  • আর তাতেই রয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রীদের ছবি।
Advertisement