সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি আলোর উৎসব। আর এই উৎসবকে সার্থক করে তোলার জন্য যে শিল্পীরা দিনরাত পরিশ্রম করেন, তাঁরা প্রায়শই থেকে যান লোকচক্ষুর অন্তরালে। এই বিষয়টিকেই এবার নজরে আনল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। উৎসবের আলো যাদের হাতে তৈরি হয়, সেই মৃৎশিল্পীদের সম্মান জানাতেই সংস্থাটি এক অভিনব উদ্যোগ নিল।
এই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বারাসতের দত্তপুকুরে। মৃৎশিল্পী ননী গোপাল পাল সহ আরও প্রায় কুড়িজন শিল্পীকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধ্রুপদী নৃত্যশিল্পী অলকানন্দা রায় এবং শ্যাম সুন্দর কো জুয়েলার্সের দুই ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা।
এই প্রসঙ্গে অলকানন্দা রায় তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "দীপাবলির উৎসবকে আলোকিত করে তোলার জন্য মৃৎশিল্পীদের অবদান তুলে ধরার এমন একটি অর্থবহ উদ্যোগের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।"
সংস্থার উদ্দেশ্য ব্যাখ্যা করে ডিরেক্টর রূপক সাহা বলেন, "যাঁরা আমাদের উৎসবকে আলোকিত করেন, তাঁরা নিজেরাই প্রায়শ অন্ধকারে থেকে যান। তাই সেই সমস্ত কারিগরদের এই অবদান এবার তুলে ধরার সময় হয়েছে।"
ডিরেক্টর অর্পিতা সাহা আরও যোগ করেন, "এটি আসলে মাটির প্রতি এবং সেই মাটিকে আকার দেওয়া সুদক্ষ হাতের প্রতি শ্রদ্ধার্ঘ্য।"
এই সামাজিক উদ্যোগের পাশাপাশি, শ্যাম সুন্দর কো জুয়েলার্স তাদের গ্রাহকদের জন্য 'চমক ভরা ধনতেরাস’ অফারও নিয়ে এসেছেন ইতিমধ্যেই। এই অফারটি ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) এবং কলকাতার (গড়িয়াহাট, বেহালা ও বারাসত) সমস্ত শোরুমে আগামী ২২ অক্টোবর, ২০২৫ পর্যন্ত চলবে।
