সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমের পারদ যতই চড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ত্বকের সমস্যাও। ঘাম চিটচিটে ত্বকে ব্রণ, র্যাশ, ঘামাচি এই সময়ের পরিচিত সমস্যা। তেমনি গরমে অনেকেই আবার শুষ্ক ত্বকের সমস্যাতেও ভোগেন। এক্ষেত্রে গরম বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের তাপমাত্রাও বাড়তে থাকে। অতিরিক্ত তাপ ও আর্দ্রতা সহ্য করতে না পেরে ত্বক শুষ্ক হয়ে ফাটতে শুরু করে। এই সমস্যার হাত থেকে বাঁচতে চর্মরোগ বিশেষজ্ঞরা ঘরোয়া টোটকায় আস্থা রাখার পরামর্শ দিচ্ছেন। সহজ উপায়ে কীভাবে এর মোকাবিলা করা যায়, রইল তারই হদিশ।
আগেকার দিনে ঠাকুমা-দিদিমারা ত্বক পরিচর্যায় মুলতানি মাটি, চন্দন- এইসব ঘরোয়া উপাদানের উপরই ভরসা রাখতেন। বর্তমানে চর্মরোগ বিশেষজ্ঞরাও কেমিক্যাল ফেস মাস্কের বদলে আবার সেই পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। তাঁদের দাবি, এতেই মিলবে সুফল। কোন ফেস মাস্কের সন্ধান দিচ্ছেন তাঁরা?
মুলতানি মাটি ও চন্দনের ফেস মাস্ক- মুলতানি মাটি ও চন্দন বাটা একসঙ্গে মিশিয়ে এই ফেসমাস্ক ঘরোয়া উপায়ে তৈরি করা যায়। অথবা বাজার চলতি মুলতানি মাটি ও চন্দনের ফেস মাস্কও এক্ষেত্রে কার্যকর হতে পারে। এই প্যাকটির প্রলেপ ত্বকে লাগিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকনো প্যাক ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললেই ত্বকে মিলবে ঠান্ডা ঠান্ডা কুল কুল আমেজ।
চর্মরোগ বিশেষজ্ঞ রেশমি শেট্টি এই প্যাকের উপকারিতা নিয়ে নিজের সোশাল মিডিয়া পেজে কথা বলেছেন। তাঁর দাবি, 'গ্রীষ্মে ত্বকের সমস্যা দূর করতে সেটিং মাস্ক সবচেয়ে ভালো। শুধু শুষ্ক ত্বকের সমস্যা নয়, তৈলাক্ত ত্বক, পোড়া বা ট্যান হওয়া-সহ ত্বকের নানা সমস্যার মোকাবিলায় এই প্যাক খুবই উপকারি। এই প্যাকের ব্যবহারেই ত্বকে ফিরবে জেল্লা।'
