shono
Advertisement

Breaking News

Lifestyle news

চুলের জটে জেরবার? এই নিয়মগুলি মেনে চললে সহজেই রেহাই, রইল টিপস

কীভাবে যত্ন নেবেন জেনে নিন।
Published By: Arani BhattacharyaPosted: 09:50 PM Aug 04, 2025Updated: 09:50 PM Aug 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই বর্ষাকালে চুলের নানা সমস্যায় জর্জরিত হওয়ার মতো বিষয় থেকে যায়। তার উপর যদি চুলে জট পড়ার মতো সমস্যাও যোগ হয় তাহলে তো সমস্যার চূড়ান্ত। চুলের জট ছাড়াতে গিয়ে নাজেহাল অবস্থা থেকে রেহাই পেতে কী কী উপায় মেনে চলবেন জেনে নিন।

Advertisement

চুলের জট এড়াতে সবার আগে প্রয়োজন সঠিক শ্যাম্পু নির্বাচন করা। সঠিক শ্যাম্পু ব্যবহার করলে এই সমস্যা থেকে রেহাই মিলবে। শুধু তাই নয়, চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু নির্বাচন করুন।

শ্যাম্পু করার পর অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করুন। চুলে জট পড়ার মতো সমস্যা এর ফলে অনেকটা এড়ানো সম্ভব।

অবশ্যই শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে সিরাম ব্যবহার করুন। সিরাম আপনার চুলকে নরম করে তুলবে এবং চুলে জট পড়ার সমস্যা থেকে রেহাই দেবে।

চুলে জট পড়ার সমস্যা এড়াতে তেল সামান্য গরম করে নিয়ে স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করে নিন।

জট পড়ার সমস্যা এড়াতে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই চুল বেঁধে শোবেন এবং অবশ্যই চেষ্টা করবেন সিল্ক বা স্যাটিন কাপড়ের বালিশে ঘুমানোর। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে।

চুলের ডগা ফেটে গিয়েও যত পড়ার সম্ভবনা থাকে তাই সময়ে সময়ে চুল কাটার মতো বিষয়ও মেনে রাখতে হবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশ্যই শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে সিরাম ব্যবহার করুন।
  • সিরাম আপনার চুলকে নরম করে তুলবে এবং চুলে জট পড়ার সমস্যা থেকে রেহাই দেবে।
  • চুলে জট পড়ার সমস্যা এড়াতে তেল সামান্য গরম করে নিয়ে স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করে নিন।
Advertisement