সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস বা কলেজ যাওয়ার সময় ন্যূনতম মেকআপ করতেই হয়। এটুকু ছাড়া তো হয় না। কিন্তু প্রতিদিন সকালবেলা উঠেই মেকআপ করা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যাঁরা তা করতে পছন্দ করেন না তাঁদের জন্য এ আরও বড় সমস্যা। কিন্তু উপায় তো কিছু নেই। সারাদিন বাড়িতে যতই আলুথালু হয়ে থাকুন না কেন বাইরে বেরলে নিজেকে একটু প্রেজেন্টেবল করে তুলতেই হবে! বিশেষ করে অফিস ও কলেজ যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে 'ধরি মাছ না ছুঁই পানি' এই ফর্মুলা আপনি ফলো করতেই পারেন। কী বলতে চাইলাম বুঝলেন না? মানে আপনি প্রতিদিনের জন্য নো মেকআপ লুক ফলো করতে পারেন। সেক্ষেত্রে কীভাবে নিজেকে সাজিয়ে তুলবেন, রইল টিপস-
তারকা থেকে বর্তমান প্রজন্ম, প্রত্যেকেই কিন্তু এখন মিনিমাল মেকআপের দিকেই ঝুঁকছেন। ন্যাচারাল লুকে নিজেকে সাজিয়ে তুলতে ফলো করুন নো মাস্কারা লুক। কীভাবে করবেন ভাবছেন? যতটা সম্ভব কম প্রসাধনী ব্যবহার করে নিজেকে সুন্দর করে তোলা যায়। আর তাই চোখের পাতায় কোনওপ্রকার মাস্কারা ব্যবহার না করে শুধুমাত্র কার্ল করে নিলেই হয়ে যাবে। তবে হ্যাঁ, কার্ল করার পাশাপাশি অবশ্যই চোখের বাকি মেকআপ নিয়ে সচেতন হতে হবে। চোখ হাইড্রেটেড রাখতে হবে। চাইলে ব্যবহার করতে পারেন হাইড্রেটিং মাস্ক।
আই মেকআপ, ছবি: ইনস্টাগ্রাম
আইব্রো সঠিকভাবে এঁকে নেবেন। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন আইব্রো জেল। চোখে ব্যবহার করতে পারেন কাজল অথবা আইলাইনার। চাইলে কালোর বদলে ব্রাউন রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। চোখের মেকআপে নজর দিলেও মুখের বাকি মেকআপটা কিন্তু একেবারে গাঢ় করবেন না। ঠোঁটেও ব্যবহার করুন ন্যুড রঙের লিপস্টিক। চাইলে লিপগ্লস ব্যবহার করতে পারেন।
আর যদি লিপস্টিকের নানা শেডের প্রতি ভালোবাসা আপনার একটু বেশি থাকে সেক্ষেত্রে গাঢ় লিপস্টিক ঠোঁটে দিয়ে চোখে একেবারে ন্যুনতম মেকআপ করবেন। কারণ চোখ ও ঠোঁটের মেকআপ দুটোই বেশি গাঢ় হলে তা কিন্তু পুরোটাই হবে বেমানান।
