shono
Advertisement

হলুদ শাড়ি, হালকা লিপস্টিক, সরস্বতী পুজোয় কীভাবে হয়ে উঠবেন অনন্যা? রইল টিপস

সরস্বতী পুজোয় হলুদ রঙের শাড়িতে নায়িকাদের মতো সাজবেন? রইল হালফ্যাশনের টিপস।
Published By: Sandipta BhanjaPosted: 08:19 PM Jan 30, 2025Updated: 08:19 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই সরস্বতী পুজো। পার্লারে ভিড়। কোন শাড়ির সঙ্গে কোন ব্লাউজ মানাবে, সেসব নিয়ে ভাবনার অন্ত নেই। তবে সরস্বতী পুজো মানেই কিন্তু হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি। কীভাবে সাজলে সরস্বতী পুজোয় সকলের চোখে অনন্যা হয়ে উঠবেন, মাথায় ঘুরপাক খাচ্ছে সেই ভাবনাই। কুছ পরোয়া নহি! ঝটপট জেনে নিন টিপস।

Advertisement

১) প্রথমেই গায়ের রং অনুযায়ী শাড়ি বাছতে হবে। ফরসা কমপ্লেকশনে মাস্টার্ড ইয়েলো, ডার্ক ইয়েলো আর খুব হালকা হলুদ ভালো লাগবে। গমরঙা কমপ্লেকশনে মানাবে লেমন ইয়েলোর মতো উজ্জ্বল হলুদ। ডার্ক কমপ্লেক্সন হলে ট্রাই করুন নিয়ন ইয়েলো বা সোনালি ঘেঁষা রং।

২) এখনও গরম পড়েনি, তাই সুতি আর লিনেনের বাইরেও ফ্যাব্রিক ট্রাই করা যায়। হালকা সিল্ক বা চান্দেরি সকালের পুজোয় খুব ভাল লাগবে। শিফন কিংবা তাঁতের শাড়িও পরতে পারেন। পাটভাঙা তাঁতের শাড়িতে কিন্তু বরাবরই একটা স্নিগ্ধ লুক আসে।

৩) এবার আসা যাক ব্লাউজের প্রসঙ্গে। হলুদ শাড়ির সঙ্গে কনট্রাস্ট রঙের ব্লাউজ দিব্যি লাগবে। সবুজ বা লাল তো আছেই, ট্রাই করতে পারেন গোলাপি বা নীল রঙের চান্দেরি ম্যাটেরিয়ালের ব্লাউজও। অথবা সাদা, ধূসর রঙের সুতির ব্লাউজও ভালো লাগবে। আরেকটু জমকালো লুকের জন্য অরেঞ্জ বা বেগুনি ব্লাউজ পরতে পারেন।

৪) হলুদ বেশ প্রাণবন্ত রং। তাই আপনার লুকেও থাকুক হাসিখুশির ছোঁয়া। সকালে হলে মেকআপ হোক হালকা। খোলা চুল। ছোট্ট টিপ। হালকা লিপস্টিক। উফফ! জমে যাবে সাজ।

৫) গয়নার ক্ষেত্রে একটু সিলেক্টিভ হওয়া বাঞ্ছনীয়। ডিপকাট নেক ব্লাউজ পরলে স্টেটমেন্ট নেকপিস পরুন। দারুণ মানাবে। যদি কানে ভারি ঝুমকো থাকে তাহলে গলায় কিছু না পরাই ভালো। হালকা মুক্তোর গয়না, সোনা বা ইমিটেশনের চেইনও পরতে পারেন। আঙুলে থাকুক জায়েন্ট রিং। আর কাঁধে রঙিন ঝোলা বা হাতে হালকা ওজনের ক্লাচ ব্যাগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এখনও গরম পড়েনি, তাই সুতি আর লিনেনের বাইরেও ফ্যাব্রিক ট্রাই করা যায়।
  • হলুদ শাড়ির সঙ্গে কনট্রাস্ট রঙের ব্লাউজ দিব্যি লাগবে।
  • সকালে হলে মেকআপ হোক হালকা। খোলা চুল। ছোট্ট টিপ। হালকা লিপস্টিক। উফফ! জমে যাবে সাজ।
Advertisement