অর্ণব আইচ: স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে দায়ের মামলা। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুন ও ষড়যন্ত্রের মামলা রুজু। ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। গোটা ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল-সকলেই। টুইটে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ছাত্রমৃত্যু নিয়ে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)-সহ গোটা বাংলা। ঠিক কী হয়েছিল যাদবপুরের প্রথম বর্ষের ওই ছাত্রের সঙ্গে, কীভাবে মৃত্যু, কীভাবে পড়ে গেল ওই ছাত্র, তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানারকম জল্পনা। বৃহস্পতিবার রাতেই যাদবপুরের ১০ থেকে ১৫ ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই ঘটনায় এবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু খুনের অভিযোগ দায়ের করেছেন। তাঁর বিশ্বাস, ঘটনার নেপথ্যে ভূমিকা রয়েছে হস্টেলের।
[আরও পড়ুন: যুবপ্রজন্মকে ব্যবসামুখী করার উদ্যোগ, শিল্পদ্যোগীদের ৩০০ কোটির ঋণ দেবে রাজ্য]
এদিকে বৃহস্পতিবার রাতেই স্বপ্নদীপের বাবাকে ফোন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন পাশে থাকার ও পর্যাপ্ত তদন্তের। কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়ার আশ্বাসও দেন তিনি। এদিকে স্বপ্ননীলের মৃত্যু নিয়ে যাদবপুরের কাছে রিপোর্ট তলব করেছে ইউজিসি। আজ অর্থাৎ শুক্রবার বৈঠকে বসবে অ্যান্টি ব়্যাগিং স্কোয়াড। এদিকে বাংলা বিভাগের অধ্যাপকদের জরুরি তলব করেছেন আচার্য তথা রাজ্যপাল।