সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েকে যৌন হেনস্তা করেননি কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। তবে মেয়ের প্রতিযোগিতার সময়ে তার বিরোধিতা করেছিলেন প্রেসিডেন্ট। তদন্ত চলাকালীনই আচমকা বয়ান বদল করে ফেললেন নাবালিকা অভিযোগকারিণী নাবালিকার বাবা। গত ৫ জুন নতুন করে পুলিশের কাছে বয়ান রেকর্ড করেন তিনি। সেখানেই সাফ জানিয়েছেন, তাঁর নাবালিকা কন্যাকে হেনস্তা করেননি ব্রিজভূষণ। প্রসঙ্গত, এই অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতেই বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে এফআইআর দায়ের হয়েছিল।
নতুন বয়ানে কী অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে? নাবালিকার বাবা বলেছেন, “আমার মেয়েকে যৌন হেনস্তা করা হয়নি। তবে একটি প্রতিযোগিতায় আমার মেয়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছিলেন ব্রিজভূষণ। দিল্লির এক প্রতিযোগীর বিরুদ্ধে খেলতে নেমেছিল আমার মেয়ে। ওই প্রতিযোগীকে জেতানোর জন্য় দিল্লি থেকেই রেফারির ব্যবস্থা করা হয়েছিল।” প্রসঙ্গত, গত বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে হেরে যায় অভিযোগকারী নাবালিকা। সেই রাগ থেকেই ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর বাবা।
[আরও পড়ুন: মোটা বেতন, বোনাস থেকে ক্লাবের শেয়ার! বেকহ্যামের ক্লাবে কী কী পাবেন মেসি?]
নাবালিকার বাবা আরও জানিয়েছেন, “ব্রিজভূষণের বিরুদ্ধে আমাদের কোনও আক্রোশ নেই। তবে আগের অভিযোগ প্রত্যাহার করিনি আমরা। তবে রাগের মাথায় বেশ কিছু ভুল অভিযোগ দায়ের করে ফেলেছিলাম। এফআইআরের সব অভিযোগ সত্যি নয়।” প্রসঙ্গত, গত ১০মে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড করে ওই নাবালিকা। সেখানে তার দাবি ছিল, আপত্তিকরভাবে তাকে স্পর্শ করেছেন কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট। তবে নতুন বয়ানের পর ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে দায়ের হওয়া অভিযোগ বাতিল হল কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।
গত কয়েকদিনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করেছেন প্রতিবাদী কুস্তিগিররা। দ্রুত তদন্তের আশ্বাস পেয়ে প্রতিবাদও স্থগিত রেখেছেন সাক্ষী মালিকরা। সেই সঙ্গে নিজেদের কর্মক্ষেত্রেও তাঁরা ফিরে গিয়েছেন। এহেন পরিস্থিতিতে নাবালিকা কুস্তিগিরের বাবার বয়ান বদল নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। যদিও কয়েকদিন আগে এই নাবালিকার কাকাও দাবি করেছিলেন, তাঁর ভাইঝি যৌন হেনস্তার শিকার নয়।